India & World UpdatesHappeningsBreaking News
নেপালে ৬.৬ মাত্রার ভূমিকম্প, ৬ জনের মৃত্যু, দিল্লিতেও অনুভূত
ওয়েটুবরাক, ৯ নভেম্বর : বুধবার ভোররাতে নেপালে ৬.৬ মাত্রার ভূমিকম্প হয়। তাতে মৃতের সংখ্যা অন্তত ছয়। এছাড়াও পাঁচ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শক্তিশালী ভূমিকম্পের দরুন জেলার বিভিন্ন স্থানে কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার (এনএসসি) জানিয়েছে, নেপালের দূর-পশ্চিম অঞ্চলে তিনটি কম্পন লক্ষ্য করা গিয়েছে। এর মধ্যে দুটি ভূমিকম্প এবং একটি আফটারশক। তৃতীয় ঝাঁকুনিতে একটি বাড়ি ধসে পড়ার পরে প্রাণহানির ঘটনা ঘটে। ৫.৭ মাত্রার প্রথম ভূমিকম্পটি মঙ্গলবার স্থানীয় সময় ৯.০৭ মিনিটে রেকর্ড করা হয়েছিল। এরপরে স্থানীয় সময় রাত ৯.৫৬ মিনিটে ৪.১ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।
ভারতে রাজধানী দিল্লি এবং এর আশেপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।