Barak UpdatesHappeningsBreaking News
নেতাজি জয়ন্তীতে শোভাযাত্রা, স্মরণিকা উন্মোচন
ওয়েটুবরাক, ২৩ জানুয়ারি : ‘নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবর্ষ উদযাপন সমিতি, কাছাড়’-এর উদ্যোগে সকাল নয়টায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মদিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে রাঙ্গিরখাড়িস্থিত নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত পৌঁছায়। সমিতির আহ্বানে সাড়া দিয়ে এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই ও, এ আই এম এস এস, কমসোমল এবং জয়েন্ট একশন কমিটি এগেইনস্ট ল্যাঙ্গুইজ অ্যান্ড কালচারেল অ্যাগ্রেশনের প্ৰতিনিধিরা নিজ নিজ সংগঠনের ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা শুরুর আগে শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীর পূর্তি অনুষ্ঠানের স্মারক হিসেবে একটি স্মরণিকা সমিতির সহসভাপতি শিহাবউদ্দিন আহমেদ উন্মোচন করেন। স্মরণিকা উন্মোচন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির আরেক সহসভাপতি দীপঙ্কর চন্দ, সম্পাদক সুব্রত চন্দ্র নাথ, কোষাধ্যক্ষ নকুল রঞ্জন পাল, নির্মলকুমার দাস, নীহার রঞ্জন পাল, সুভাষ পাল, ড. এম শান্তি কুমার সিংহ, স্মৃতি পাল, অজয় রায় প্রমুখ। শোভাযাত্রায় সমিতির সদস্য-সদস্যাদের সাথে পা মেলান বিশিষ্ট নাট্যকার চিত্র ভানু ভৌমিক, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সভাপতি সঞ্জীব দেব লস্কর, সাংবাদিক উত্তমকুমার সাহা, কবি তমোজিৎ সাহা, শিলচর টাউন কংগ্রেসের সভাপতি অতনু ভট্টাচার্য, পরিতোষ চন্দ্র দত্ত, মধুমিতা দেব, রাহুল রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা। শোভাযাত্রা রাঙ্গিরখাড়িস্থিত নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তির পাদদেশে জড়ো হলে সেখানে নেতাজি মূর্তিতে একে একে মাল্যদান দান করেন সমিতির সহ- সভাপতিবৃন্দ যথাক্রমে শিহাব উদ্দিন আহমেদ, মম্মথ নাথ, দীপঙ্কর চন্দ, সম্পাদক সুব্রত চন্দ্র নাথ, এ আই এম এস এস এর জেলা সম্পাদিকা দুলালী গাঙ্গুলি, এস ইউ সি আই দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, এ আই ডি এস ও’র আসাম রাজ্য কমিটির সহ-সভাপতি হিল্লোল ভট্টাচার্য, এ আই ডি ওয়াই ও’র জেলা কমিটির সদস্য প্রেমানন্দ দাস প্রমুখ। সমিতির পশ্চিম শিলচর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে সোমবার বড়যাত্রাপুরের ওয়েস্ট শিলচর কলেজে ও শিলচর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে মধুরবন্দের কাছাড় স্পোর্টিং ক্লাবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। সমিতির পক্ষ থেকে জানানো হয় যে, আগামীকাল ২৪ জানুয়ারি মঙ্গলবার দুপুর তিনটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও আলোচনা সভার আয়োজন করা হবে শিলচরের নৰ্মাল স্কুল সংলগ্ন শিশু উদ্যানে। সংগঠনের পক্ষ থেকে এই অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে সবার উপস্থিতি কামনা করা হয়েছে।