Barak UpdatesHappeningsBreaking News
নেতাজিঃ বসে আঁকো প্রতিযোগিতায় রেকর্ড যোগদান
ওয়েটুবরাক, 28 মেঃ নেতাজি বিষয়ক বসে আঁকো প্রতিযোগিতায় শ-পাঁচেক শিশু-কিশোর-কিশোরী নাম লেখাবে, শুরুতে এমনটাই ধারণা ছিল আয়োজকদের। শুক্রবার বিভিন্ন স্কুল যখন প্রতিযোগীদের নামের তালিকা পাঠানো শুুরু করে, তখনই বোঝা যায়, হাজার ছাড়াবে প্রতিযোগী। কিন্তু তাই বলে ১৭৬০! কেউ কল্পনাও করতে পারেননি।
রবিবার নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটি আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতা দুটি পৃথক স্থানে অনুষ্ঠিত হয়। কেজি ওয়ান থেকে ক্লাশ ওয়ান পর্যন্ত শিশুরা নিজের ইচ্ছেমত আঁকতে বসে ইন্ডিয়া ক্লাব ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন সেলিব্রেশনে। বাকিরা ইন্ডিয়া ক্লাব ইন্ডোর স্টেডিয়ামে। এই উপলক্ষে আয়োজিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাশাসক রোহনকুমার ঝা এবং বিশেষ অতিথি পুলিশ সুপার নোমল মাহাত্তা। গোটা পর্বের মূল আয়োজক শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং আসাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ড. নির্মলকান্তি রায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন প্রতিযোগিতা উপসমিতির আহ্বায়ক নীলোতপল সেনগুপ্ত। উপস্থিত ছিলেন নির্মলবাবু সহ চার বিচারকও। বাকি তিনজন হলেন ড. গণেশ নন্দী, ড. সদয় দাস এবং ড. দেবাশিস চক্রবর্তী।
বিধায়ক জানান, প্রতিযোগিতার সমস্ত পরিকল্পনা এবং আয়োজনে ছিলেন বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম দত্ত এবং শিল্পাঙ্গনের অধ্যক্ষ সন্দীপন দত্ত পুরকায়স্থ। তাদের সর্বতো সহযোগিতা করেন শতদল ভট্টাচার্য। তিনি এই বিশাল সংখ্যক প্রতিযোগীর উপস্থিতি অত্যন্ত আপ্লুত। বলেন, এর পর ঘোষণা করা হবে ছাত্রছাত্রীদের প্রবন্ধ প্রতিযোগিতা। তাতেও ব্যাপক সাড়া মিলবে বলে তিনি আশা করছেন।
এ দিন উদ্বোধনী পর্বে নেতাজি মূর্তি নির্মাণে সাহায্যের হাত বাড়িয়ে দেন রাজু দেব। তিনি পঞ্চাশ হাজার টাকার চেক বিধায়ক সহ অতিথিদের হাতে তুলে দেন।
প্রসঙ্গত, আগামী ২৫ আগস্টকে মূর্তি স্থাপনার লক্ষ্যমাত্রা ধরে নিয়েই কাজ করছে নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটি । একে সামনে রেখেই পরপর অনুষ্ঠান করছেন তাঁরা।