Barak UpdatesHappeningsBreaking News
নৃপতিজায়া লোপামুদ্রা চৌধুরী প্রয়াত
ওয়েটুবরাক, ১৯ ডিসেম্বর: শ্রীভূমি জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী লোপামুদ্রা চৌধুরীর জীবনাবসান ঘটল। বুধবার সকালে দিল্লিতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮০ বছর।
রাজ্যসভার সদস্য প্রয়াত নৃপতি রঞ্জন চৌধুরীর পত্নী লোপামুদ্রা ৮০-র দশক থেকেই জেলার শিক্ষা মানচিত্রে নিজের উজ্জ্বল উপস্থিতির স্বাক্ষ্য রাখেন। প্রতিষ্ঠা করেন বেবিল্যান্ড নামে বেসরকারি ইংরেজি মাধ্যমের বিদ্যালয়।
৮৬-র ভাষা আন্দোলনে লোপামুদ্রা চৌধুরী সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে নানা সামাজিক সাংস্কৃতিক সংস্থায় জড়িয়ে ছিলেন। করোনায় মেয়ে জয়িতার মৃত্যু হলে তিনি অনেকটাই ভেঙে পড়েন। শারীরিক অসুস্থতা বেড়ে যায় তাঁর। চলে যান দিল্লি, বোনের বাড়িতে। সেখানেই মারা গেলেন তিনি। রেখে গেলেন এক পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণমুগ্ধদের।
তাঁর মৃত্যুসংবাদ শ্রীভূমিতে এসে পৌঁছালে শোকের ছায়া পরিলক্ষিত হয়।