Barak UpdatesHappeningsCultureBreaking News
নৃত্যাঞ্জলি একাডেমির আয়োজনে হাইলাকান্দিতে চলছে ভরতনাট্যম কর্মশালা
ওয়েটুবরাক, ১১ আগস্ট : নৃত্যাঞ্জলি একাডেমির ব্যবস্থাপনায় শনিবার হাইলাকান্দিতে শুরু হলো ভরতনাট্যম, সৃজনশীল নৃত্য ও কোরিওগ্রাফির ওপর কর্মশালা। চারদিনের এই কর্মশালার পরিচালক কলকাতার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভরতনাট্যম শিল্পী গুরু বিদুষী অনিতা মল্লিক এবং সহকারী পরিচালক তাঁর সুযোগ্য শিষ্যা কবিতা চ্যাটার্জি। উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রী এবং তাদের অভিভাবকরা ছাড়াও উপস্থিত ছিলেন আইনজীবী মনিকা দেব, সাংবাদিক কুমার দাস, শতানন্দ ভট্টাচার্য, মিঠুলাল চৌধুরী, শঙ্করী চৌধুরী প্রমুখ হাইলাকান্দির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই কর্মশালা হাইলাকান্দি জেলার শিল্পীদেরকে আরো সমৃদ্ধ করবে বলে তারা সকলেই অভিমত ব্যক্ত করেন এবং অনিতা মল্লিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে বিগত তিন দশক ধরে জেলার নৃত্যচর্চার বিকাশে নৃত্যাঞ্জলি একাডেমি ও এর অধ্যক্ষা মধুমিতা ভট্টাচার্য’র উল্লেখযোগ্য অবদানের কথা উল্লেখ করেন। কর্মশালায় হাইলাকান্দি শহর ছাড়া লালাবাজার এবং আলগাপুরের প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এই কর্মশালা আয়োজনে তাদের বিশেষ ভাবে সহযোগিতা করেছে রোটারেক্ট ক্লাব অব হাইলাকান্দি৷
উল্লেখ্য যে, নৃত্যাঞ্জলি একাডেমির শিলচর শাখাতেও অনুরূপ কর্মশালা শিলচরে অনুষ্ঠিত হবে আগামী ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত। দুটি কর্মশালার শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় পূর্ণাঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান শিলচরে আয়োজিত হবে অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে।