HappeningsSportsBreaking News
নিয়মরক্ষাই, ১২ রানে হারল ভারত
৮ ডিসেম্বরঃ তৃতীয় টি২০ ম্যাচে ১২ রানে হারল ভারত। আগের দুই ম্যাচের জয়ের সুবাদে বিরাট বাহিনী টি২০ সিরিজ জিতে নিল। কিন্তু টেস্ট সিরিজ শুরুর আগে মঙ্গলবারের এই জয় বাড়তি অক্সিজেন দেবে অস্ট্রেলিয়াকে।
এ দিন টস জিতেছিল ভারতই। অধিনায়ক কোহলি বল করার সিদ্ধান্ত নেন। ফিল্ডারদের ব্যর্থতায় অস্ট্রেলিয়া রানের পাহাড় গড়ল। কখনও উইকেটকিপার লোকেশ রাহুল স্টাম্প করার সুযোগ হারালেন, কখনও তিনি আবার বুঝতেই পারলেন না রিভিউ নেওয়া উচিত কিনা। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ফিরতে পারতেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু তাঁর উইকেট এল যুজবেন্দ্র চহালের বলে, দেখা গেল তিনি নো বল করেছেন। ফিরে এলেন ম্যাক্সওয়েল। সেই সময় তাঁর হাসি বলে দিচ্ছিল, কত বড় ভুল করলেন চহাল। হলও তাই। ৩৬ বলে ৫৪ করে গেলেন তিনি।
তাঁর আগে ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করছিলেন ওপেনার ম্যাথু ওয়েড। তিনি ৫৩ বলে ৮০ রান করেন। যদিও ৫০ রানের মাথায় আউট ছিলেন তিনি। কিন্তু রিভিউ নেওয়ার আগ্রহ দেখালেন না উইকেটকিপার রাহুল এবং বোলার নটরাজন। বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকা অধিনায়ক বিরাট রিভিউয়ের আবেদন করলেন। কিন্তু সময় পেরিয়ে না গেলেও মাঠের বড় স্ক্রিনে ততক্ষণে রিপ্লে দেখিয়ে দেওয়া হয়েছে। তাই বাতিল হয়ে গেল রিভিউ। ১৮৬ রান তুলল অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে প্রথম ওভার বল করতে আসা ম্যাক্সওয়েলের দ্বিতীয় বলেই ফাঁদে পা দিলেন রাহুল। মারতে গিয়ে শূন্য রানে ক্যাচ দিলেন স্মিথের হাতে। বিরাট বুঝেছিলেন তাঁকেই নিতে হবে দায়িত্ব। স্বচ্ছন্দে খেলছিলেনও তিনি। কিন্তু শিখর বড়ই ধীর গতিতে এগোলেন। ২১ বলে ২৮ রান করে থামলেন। সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়াররা এলেন এবং ফিরে গেলেন। ভরসা তখন সেই হার্দিক পাণ্ড্য এবং বিরাট। ঝড় তুলতে শুরুও করেছিলেন হার্দিক। কিন্তু জাম্পার ঘূর্ণিতে থামল হার্দিক ঝড়। ১৩ বলে ২০ রান করে ফিরলেন তিনি। তখনও ভারতের আশা বাঁচিয়ে রেখেছিলেন বিরাট। কিন্তু দ্রুত রান তোলা ছাড়া আর কোনও উপায় ছিল না বিরাটের। তাঁকে মারতেই হতো। আর সেখানেই কাল হল বিরাট এবং ভারতের। ৬১ বলে ৮৫ রান করে তিনি অ্যান্ড্রু টাইয়ের বলে আউট হলেন। শেষ বেলায় চেষ্টা করেছিলেন ওয়াশিংটন সুন্দর এবং শার্দূল ঠাকুর। তবে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।