India & World UpdatesHappeningsBreaking News
নিয়ন্ত্রণরেখায় পাক সেনার হামলা, শহিদ এক জওয়ান
১৪ জুন : রবিবার সকালে কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি ছোঁড়ে পাকিস্তান। এতে এক ভারতীয় জওয়ান শহীদ হন। সংঘর্ষে অন্য দু’জন জখম হয়েছেন। পুঞ্চ এবং রাজৌরিতে চলতি মাসে পাকিস্তান সেনার গুলিবর্ষণে তিনজন জওয়ান শহীদ হন। এদিকে ভারতের পক্ষ থেকেও পাকিস্তানের গুলিবর্ষণের কড়া জবাব দেওয়া হয়েছে।
সেনার এক আধিকারিক জানিয়েছেন, শনিবার একইভাবে পাকিস্তানের পক্ষ থেকে গুলিবর্ষণ করা হয়েছে। এতে তিন জন জখম হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজন জওয়ান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১০ জুন রাজৌরি সেক্টরেও একইভাবে নায়ক গুরুচরণ সিংহ পাকিস্তান সেনার হামলায় শহীদ হয়েছেন। ১২ জুন জম্মু কাশ্মীরের উরি সেক্টরেও পাকিস্তান সেনা সংঘর্ষ বিরোধী লংঘন করে গুলি ছোড়ে। এতে এক মহিলার মৃত্যু হয়। এ ঘটনায় অন্য এক ব্যক্তি জখম হন। ওইদিন বারামুল্লা জেলার রামপুর সেক্টরেও সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান সেনা। সে সময়ে ভারতীয় জওয়ানরা এর যোগ্য জবাব দিয়েছেন।
উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান সেনা একের পর এক সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে। নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে পাকিস্তানি সেনা ভারতের গ্রামগুলো লক্ষ্য করে লাগাতার গুলিবর্ষণ করছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পাকিস্তান ২০২৭ বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এই ছয় মাসের মধ্যে জম্মু-কাশ্মীরে ১০০ জঙ্গি মারা পড়েছে। গত বছর পাকিস্তান কাশ্মীরে সবচেয়ে বেশি ৩১৬৮ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছিল।