Barak UpdatesHappeningsBreaking News
নিষেধাজ্ঞার পরেও মাছ ধরা, দশটি জাল আটক
ওয়েটুবরাক, ৫ জুন: প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজননের সময় ডিমযুক্ত মাছ এবং পোনামাছ ধরা বন্ধ করতে শনিবার কাছাড় জেলা মৎস্য উন্নয়ন বিভাগ এক অভিযান চালায়। তাতে ১০টি মাছ ধরার জাল বাজেয়াপ্ত করা হয়। বিন্নাকান্দি উন্নয়ন খন্ডের অধীনে রুপাইলবালি বিল এবং এর আশেপাশে হানা দিয়ে জালগুলি আটক করা হয়। জেলা মৎস্য উন্নয়ন আধিকারিক রফিক-উল হকের নেতৃত্বে অন্য দুই মৎস্য উন্নয়ন অফিসার দীপজ্যোতি বরা এবং কৃপালু দত্তের সঙ্গে শনিবারের অভিযানে পুলিশও শামিল হয়। পরে ওই এলাকায় মৎস্য উৎপাদন বাড়াতে সচেতনতার জন্য প্রচারপত্র বন্টন করা হয় । উল্লেখ্য চলতি মৎস্য প্রজনন ঋতুতে ডিমযুক্ত মাছ এবং পোনা মাছ প্রাকৃতিক জলাশয়ে অথবা ঘোষিত মিন মহালে ধরা নিষিদ্ধ রয়েছে৷