Barak UpdatesHappeningsBreaking News
নির্মীয়মান জেলা গ্রন্থাগারের কাজ দেখলেন দীপায়ন
ওয়ে টু বরাক, ১০ আগস্ট : নির্মীয়মান শিলচর জেলা গ্রন্থাগার ভবনের কাজের অগ্রগতি দেখলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই পরিদর্শনের সময় তিনি বিভাগীয় বাস্তুকার এবং কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গে কথা বলেছেন। এমনকি পরিদর্শনকালে বিধায়ক ম্যাপের সঙ্গে মিলিয়ে কাজের অগ্রগতির খোঁজ নিয়েছেন। এদিন বিভাগীয় বাস্তুকার বিধায়ককে জানিয়েছেন, ইতিমধ্যেই সত্তর শতাংশ কাজ হয়ে গেছে।
আলোচনার সময় নির্ধারিত কাজের জন্য অর্থের অভাবের বিষয়টিও সামনে আসে। এ ব্যাপারে বিধায়ক বলেছেন, কাজের জন্য যাতে অর্থের অভাব না হয় সেজন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে কথা বলবেন। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাতে প্রয়োজনে বিভাগীয় ইঞ্জিনিয়ার ও সংশ্লিষ্ট ঠিকাদারকে নিয়ে তিনি গুয়াহাটি যাবেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দীপায়ন চক্রবর্তী জানান, জেলা গ্রন্থাগার ভবনের আধুনিকীকরণে পরিকাঠামোগত উন্নয়নের কাজ বর্তমান বিজেপি সরকারের আমলে শুরু হয়েছে। শিলচরের সংস্কৃতিপ্রেমী জনগণের কাছে এই জেলা গ্রন্থাগার ভবনটি একটি স্বপ্নের অধ্যায়। আর সেজন্যই তিনি বিধায়ক হিসেবে যাতে দ্রুত কাজটি শেষ করা যায়, সে ব্যাপারে খোঁজ নিতে এখানে এসেছেন। বিধায়কের কথায়, ‘নির্মীয়মান জেলা গ্রন্থাগার ভবনের কাজের অগ্রগতি নিয়ে বিভাগীয় বাস্তুকার ও সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে কথা বলেছি। দ্রুত কাজ শেষ করতে কোনও অসুবিধা সৃষ্টি হলে তা কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।’