Barak UpdatesHappeningsBreaking News
নির্মাণ শ্রমিকদের বিভিন্ন দাবিতে সিটুর বিক্ষোভ
ওয়েটুবরাক, ২৭ এপ্রিল : সিটুর উদ্যোগে আজ বৃহস্পতিবার স্থানীয় সহকারী শ্রম আযুক্তের কার্যালয়ের সামনের নির্মাণশ্রমিকদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে প্রায় শতাধিক শ্রমিক বিক্ষোভ প্রদর্শন করেন ও স্মারক পত্র প্রদান করেন। দাবিগুলির মধ্যে রয়েছে, অবিলম্বে শ্রমিকদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া ও পেনশন প্রাপকদের সার্টিফিকেট প্রদান করা।
দিল্লিতে জাতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে আন্তর্জাতিক স্তরের মহিলা ক্রীড়াবিদরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এর সমর্থনেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। এতে গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরাও অংশ নেন। বক্তারা বলেন, দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদদের যৌন হেনস্থার অভিযোগ দায়ের করার পরও দেশপ্রেমিক দল ও সরকার তথা বিভাগীয় কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। এই ঘটনা নজিরবিহীন। দেশের সমস্ত গনতন্ত্রপ্রিয় মানুষ তাঁদের সঙ্গে আছেন বলে বক্তারা আশ্বাস দেন ও অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন সিটুর বিদ্যুত দেব, সুপ্রিয় ভট্টাচার্য, সুরজিৎ ঘোষ, মহিলা সমিতির প্রতিমা পাল প্রমুখ।