CultureBreaking News
নিত্যানন্দ ক্ষ্যাপা বাউলই মাতিয়ে দিলেন মঞ্চ
নিউ শিলচর ছাত্র যুব সংস্থা মাসব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি
২৯ জানুয়ারি : নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে নিউ শিলচর ছাত্র যুব উন্নয়ন সংস্থার মাসব্যাপী অনুষ্ঠান ২৬ জানুয়ারি শেষ হয়েছে। সংস্থার অস্থায়ী মুক্তমঞ্চে সন্ধ্যায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপ্তি হয় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।
সাধারণতন্ত্র দিবসের সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার সভাপতি চিন্ময় রায়, তথ্য জনসংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর ইন্দ্রানী গোস্বামী, সম্পাদক আশিস রায়, বরাককণ্ঠের কর্ণধার তথা সংস্থার সাংস্কৃতিক সম্পাদক সন্তোষ চন্দ ও পুরকমিশনার অসীম দাস। অপু সূত্রধরের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধনী সমবেত নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন কলাক্ষেত্রমের শিল্পীরা। বাপি রায়ের পরিচালনায় সমবেত সঙ্গীতে অংশগ্রহণ করেন রবি-জুঁই সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীরা। চন্দন দেবের পরিচালনায় জাতীয় ব্যায়াম বিদ্যালয়ের সদস্যরা যোগব্যায়াম পরিবেশন করেন। একক সঙ্গীত পরিবেশন করে বর্তমান প্রজন্মের শিল্পী বিপ্রজ্যোতি পালচৌধুরী এবং অনামিকা দেব।
উত্তর পুর্বাঞ্চলের বিশিষ্ট শিল্পী পঙ্কজ নাথের সঙ্গীত পরিবেশন সহ মঞ্চকে সঙ্গীতের মাধ্যমে আলোকিত করেন পশ্চিমবঙ্গ থেকে আসা আমন্ত্রিত শিল্পী নিত্যানন্দ ক্ষ্যাপা বাউল। ক্ষ্যাপা বাউল তাঁর সঙ্গীতের মাধ্যমে দর্শকদের মন জয় করে নেন। অনেক বছর পর নিউ শিলচর এলাকায় এ ধরনের অনুষ্ঠান এলাকাবাসী উপভোগ করতে পেরেছেন বলে অনেকেই মত ব্যক্ত করেছেন। শিল্পীদের সঙ্গে যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন তবলায় সন্তোষ চন্দ, প্রদীপ সিনহা এবং পশ্চিমবঙ্গ থেকে আসা তবলাবাদক যাদব মাঝি। কিবোর্ডে ছিলেন প্রদীপ চক্রবর্তী, অক্টোপ্যাডে মনতোষ দাস, দোতারায় তীর্থলাল দাস, পারকাশনে সত্যরঞ্জন রায় ও পশ্চিমবঙ্গের রীনা মহন্ত। সঞ্চালনায় ছিলেন প্রদীপ সূত্রধর ও আশিস রায়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সন্তোষ চন্দ।
অনুষ্টানের পর ছিলো বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ। পুরস্কার তুলে দেন বিধায়ক দিলীপ কুমার পাল, সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, বিশিষ্ট নৃত্যশিল্পী কাত্যায়ণী অধিকারী, পোদ্দার অ্যান্ড পোদ্দারের কর্ণধার বিবেক পোদ্দার, শেখর পালচৌধুরী প্রমুখ। স্বর্ণালী চৌধুরী ব্যক্তিগতভাবে নিত্যানন্দ দাস ক্ষ্যাপা বাউলের হাতে বস্ত্র তুলে দিয়ে শিল্পীকে সম্মান জানান। সংস্থার পক্ষে অন্য অতিথিদের হাতেও সন্মান তুলে দেওয়া হয়।
বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে আকর্ষণীয় ৮-এ সাইড ক্রিকেট প্রতিযোগিতার প্রয়াত মিন্টু নন্দী, প্রয়াত সরোজনী পাল, প্রয়াত দিপালী রায় স্মৃতি ট্রফি সহ নগদ ১৫ হাজার ও ৮ হাজার টাকা ছিল। ছিল সংস্থার পক্ষে বিশিষ্ট সমাজসেবকের পুরস্কার প্রদান। সমাজসেবক হিসেবে পুরকমিশনার অসীম দাস, অবৈতনিক ট্রাফিক পুলিশের সহায়ক সত্যব্রত ভট্রাচার্য, শিলচর ট্রাফিক পুলিশের আইসি শান্তনু দাসের হাতে মানপত্র, ফুলের তোড়া, উত্তরীয় তুলে দেন বিশিষ্ট ব্যক্তিরা। এ দিনের সাধারণ সম্পাদক নিউ শিলচর এলাকার বিভিন্ন জ্বলন্ত সমস্যা, যেমন নালার জল নিষ্কাশন, স্থায়ী খেলার মাঠ, বাজার, গ্রন্থাগার, জনসংযোগের মাইক সহ বিভিন্ন দাবি তুলে ধরেন।