India & World UpdatesHappeningsBreaking News
নিগমবোধ ঘাটে মনমোহনের শেষকৃত্য কেন, প্রশ্ন রাহুল-কেজরির
ওয়েটুবরাক, ২৯ ডিসেম্বর: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের শেষকৃত্য নিগমবোধ ঘাটে করা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের দাবি, এটি প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের চিরাচরিত ঐতিহ্যের লঙ্ঘন।
রাহুল গান্ধীর কথায়, ‘নিগমবোধ ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন করে ভারত মাতার মহান পুত্র এবং শিখ সম্প্রদায়ের প্রথম প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহকে সম্পূর্ণরূপে অপমান করেছে বর্তমান সরকার। তিনি এক দশক ধরে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর সময়ে আমাদের দেশের অর্থনীতি শক্তিশালী হয়েছিল। তাঁর নীতিগুলি এখনও দেশের দরিদ্র ও অনগ্রসর শ্রেণীর উপকারে আসছে।’
রাহুল গান্ধীর কথায়, ‘এ পর্যন্ত প্রয়াত সমস্ত প্রধানমন্ত্রীর শেষকৃত্য প্রশাসন নিয়ন্ত্রিত সমাধি স্থলে করা হয়েছিল, যাতে সবাই কোনও বাধা ছাড়াই শেষ শ্রদ্ধা জানাতে পারেন। ডঃ মনমোহন সিংহ আমাদের সর্বোচ্চ সম্মান ও সমাধির যোগ্য। দেশের এই মহান সন্তান ও তাঁর গৌরবময় সম্প্রদায়ের প্রতি সরকারের সম্মান দেখানো উচিত ছিল।’
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘এর আগে রাজঘাটে ভারতের সব প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়। শিখ সম্প্রদায়ের তথা গোটা বিশ্বে বিখ্যাত এবং ১০ বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ডঃ মনমোহন সিংহ। তাঁর শেষকৃত্য ও সমাধির জন্য বিজেপি সরকার ১,০০০ গজ জমিও দিতে পারল না!’