Barak UpdatesHappeningsBreaking News
নিখিলরঞ্জন ঘোষের মৃত্যুতে জগন্নাথ সিং কলেজে শোকসভা
২৮ জানুয়ারি: উধারবন্দ ডি এন হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন শিক্ষক তথা বিশিষ্ট সমাজ কর্মী নিখিল রঞ্জন ঘোষের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন উধারবন্দ জগন্নাথ সিং কলেজের শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা। এ উপলক্ষ্যে বুধবার কলেজের অধ্যক্ষ ড. এস সমরেন্দ্র সিংহের পৌরোহিত্যে কলেজে এক শোকসভা অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রয়াত নিখিলরঞ্জন ঘোষের জীবনের নানা দিক নিয়ে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. এস সমরেন্দ্র সিংহ, মনিপুরী বিভাগের সহকারী অধ্যাপিকা অনিতা সিংহ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. শ্যাম মামুদ বড়ভুইয়া, ড. গঙ্গেশ ভট্টাচার্য ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. কৌশিক নাথ।
প্রয়াত নিখিল রঞ্জন ঘোষ সমাজের নানা কাজে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। জগন্নাথ সিং কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি কলেজ পরিচালন সমিতির সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে গিয়েছেন। নিখিলবাবুর প্রয়াণে উধারবন্দ এলাকার শিক্ষা ও সামাজিক জীবনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে বক্তারা মত প্রকাশ করেন। শেষে প্রয়াতের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়