India & World UpdatesHappeningsCultureBreaking News
না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার
ওয়েটুবরাক, ২৭ জানুয়ারি : বাংলার স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার শনিবার শেষনিঃশ্বাস ত্যাগ করলেন৷ গত তিন বছর ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। শ্রীলার মৃত্যুতে বাংলার অভিনয় জগতে শোকের ছায়া নেমে এসেছে।
মৃণাল সেনের হাত ধরেই ১৯৮০ সালে রূপোলি জগতে পা রাখেন শ্রীলা। তাঁর প্রথম মুক্তি পাওয়া ছবি ‘একদিন প্রতিদিন’। তবে প্রথম শ্যুটিং শুরু করেন ‘পরশুরাম’ ছবির জন্য। সেই সময় গ্রুপ থিয়েটারে কাজ করছিলেন শ্রীলা। বিজ্ঞাপনেও কাজ করেছেন।
বলিউডের অনেক নামী অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন তিনি। শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাটিলের সঙ্গেও কাজ করেছেন। শ্রীলা মজুমদারের শেষ সিনেমা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’।