India & World UpdatesHappeningsBreaking News
নাসার রকেটে মহাশূন্যের পথে ২ মহাকাশচারী
৩১ মে : বৈশ্বিক মহামারি করোনা জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। স্বাভাবিক অবস্থা কবে ফিরে আসবে তার কোনও নিশ্চয়তা নেই। কিন্তু বিজ্ঞানী ও মহাকাশচারীরা বসে নেই। তাঁদের গবেষণা, অভিযান এগুলো নিয়মিত চলছে। বিজ্ঞানীদের দৃঢ় সংকল্পে থাবা বসাতে পারেনি করোনা।
৩০ মে এরকমই এক অভিযান দৃষ্টান্ত রাখল বিজ্ঞান মনস্কতার। শনিবার দুপুরে নাসা-র দুই মহাকাশচারী নিয়ে মহাশূন্যের পথে রওনা দিল স্পেসএক্স-এর ড্রাগন ক্যাপসুল। তাঁরা হলেন বিজ্ঞানী রবার্ট বেনকেন ও ডগলাস হার্লি। আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাচ্ছেন তাঁরা। স্পেস স্টেশনে পৌঁছতে সময় লাগবে ১৯ ঘণ্টা। ওইদিন স্থানীয় সময় দুপুর ৩.২২ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ৩৯-এ থেকে মহাকাশের পথে পাড়ি দেয় স্পেসএক্স-এর টু-স্টেজ রকেট।
এর আগে ২৭ মে মহাকাশচারী নিয়ে পাড়ি দেওয়ার কথা ছিল রকেটের। কিন্তু আবহাওয়া প্রতিকূল থাকায় অভিযান পিছিয়ে দিতে হয়। শেষপর্যন্ত মহাকাশের পথে রওনা দেন দুই মহাকাশচারী। প্রসঙ্গত, ২০১১ সালে আমেরিকার প্রথম যাত্রীবাহী স্পেস শাটল কর্মসূচির ৯ বছর পর এটি দ্বিতীয় মানববাহী মহাকাশ অভিযান।