Barak UpdatesBreaking News
নারী দিবসে মহিলা মৃৎশিল্পীকে সম্মান জানাল ছন্দনীড়
৮ মার্চ : আন্তর্জাতিক নারী দিবসে এক মৃৎশিল্পীকে সম্মান জানালো ছন্দনীড়। তিনি শিলচর তারাপুরের শিববাড়ি রোডের পল্লীশ্রী লেনের বাসিন্দা কল্পনা পাল। ছন্দনীড়ের সদস্যরা তাঁকে উত্তরীয়, মানপত্র ও একটি শাড়ি দিয়ে সম্মান জানান। শুক্রবার ছন্দনীড়ের প্রতিনিধি দলে ছিলেন সভাপতি নীলোৎপল চক্রবর্তী, সম্পাদক ভাস্কর দাস, সহ-সম্পাদক সুশান্ত চক্রবর্তী, সুবীর গুপ্ত, কিশোর দত্ত চৌধুরী, সঞ্জয় কুমার গিরি, পুষ্পাঞ্জলি দাস, সমর দেব প্রমুখ।
মৃৎশিল্পীর বাড়িতে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে ছন্দনীড়ের বিষয়ে বলেন সম্পাদক ভাস্কর দাস। তিনি বলেছেন, ছন্দনীড় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সদস্যরা আন্তর্জাতিক নারী দিবসে তাঁকে সম্মান জানাতে পেরে ধন্য। কল্পনা পালও সম্মান গ্রহণ করে ছন্দনীড়ের এই উদ্যোগের প্রশংসা করেন।
প্রসঙ্গত, শিলচর তারাপুর শিববাড়ি রোডে গত ৫০ বছের ধরে এই প্রতিমা গড়ার কাজে নিজেকে যুক্ত রেখেছেন কল্পনা পাল। বিভিন্ন সময়ে ছোটবড় বহু প্রতিমা গড়েছেন তিনি। বর্তমান ৭২ বছর বয়সেও সেই সংগ্রাম তিনি নীরবে চালিয়ে যাচ্ছেন। তাঁর স্বামী প্রয়াত রামকৃষ্ণ পালও একজন দক্ষ মৃৎশিল্পী ছিলেন।