Barak UpdatesHappeningsBreaking News

নানা সমস্যায় ধুঁকছে শিলচর সিভিল হাসপাতাল, সরব দাবি কমিটি

ওয়েটুবরাক, ২৮ অক্টোবর : ‘শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি’র এক প্রতিনিধি দল গত বুধবার সেখানকার বিভিন্ন সমস্যার কথা জানতে হাসপাতালটি ভালো করে ঘুরে দেখে, বিভিন্ন জনের সঙ্গে কথা বলে। কমিটির মুখ্য আহবায়ক কমল চক্রবর্তী, দুই আহ্বায়ক সুরজিত সোম ও হানিফ বড়ভূঁইয়া, কার্যকরী সমিতির সদস্য হরিদাস দত্ত, নির্মল কুমার দাস, পরিতোষ চন্দ্র দত্ত, গুণাকর দাস, অংশুমান আচার্য, পিনাকী রায়, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ হাসপাতালের জমা জল নিষ্কাশন, নর্দমা ও বর্জ্য নিষ্কাশনের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। প্রতিনিধিরা দেখতে পান, দীর্ঘদিন হাসপাতাল চত্বরে জঙ্গল সাফাই না হওয়ার ফলে নালার জল নিষ্কাশন ক্ষমতা  প্রায় শেষ হয়ে গেছে। অথচ সেখানেই আসাম সরকারের ‘অ্যাডিশন্যাল চিফ হেলথ অ্যান্ড মেডিক্যাল অফিসার’ ও ‘ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ প্রোগ্রাম’ কার্যালয়৷ কর্মচারীরা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছেন।  জঙ্গল পরিষ্কার না হওয়াতে  নর্দমা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং দিনের বেলাতেও মশার উপদ্রব। সেখানে গিয়ে প্রতিনিধিরা জানতে পান, বৃষ্টিতে পুরো অফিস জলমগ্ন হয়ে যায়। হাসপাতাল চত্বরে এই কার্যালয়গুলো থাকলেও এসবের সঙ্গে সিভিল হাসপাতালের সুপারিন্টেন্ডেন্টের কোনও সম্পর্ক নেই।

প্রতিনিধিরা জানান, আগামী শুক্রবার জেলাশাসককে এসব বিষয় তুলে ধরে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে একটি স্মারকপত্র প্রদান করা হবে। পাশাপাশি গত ১৩ অক্টোবর শিলচরের আবর্ত ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে কমিটির পক্ষ থেকে শিলচর সিভিল হাসপাতালকে তিনশো শয্যার হাসপাতালে উন্নীত করা সহ বিভিন্ন দাবি জানিয়ে যে স্মারকপত্র প্রদান করা হয়েছিল, সে ব্যাপারে আসাম সরকারের পক্ষ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কি না তাও জানতে চাওয়া হবে। সংগঠনের মুখ্য আহবায়ক কমল চক্রবর্তী বলেন, ১৮৬৪ সালে স্থাপিত এই সিভিল হাসপাতালের আধুনিকীকরণ হলে শহরের নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা লাভের সুযোগ বাড়বে। আজও এখানে অত্যন্ত অনুন্নত পরিকাঠামো নিয়ে প্রতি বছর লক্ষাধিক মানুষ চিকিৎসা পরিষেবা লাভ করেন। এখানে উন্নত পরিকাঠামো সহ প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী নিয়োগ করে তিনশো শয্যার হাসপাতালে উন্নীত করার দাবিকে এখন গণদাবি রূপে তুলে ধরতে কমিটির পক্ষ থেকে জনগনের প্রতি আবেদন জানানো হয়। বুধবার সিভিল হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে মধুরবন্দ ইয়ুথ ক্লাব ও কমিটির যৌথ উদ্যোগে রক্তদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker