Barak UpdatesHappeningsBreaking News

নানা প্রতিবন্ধকতায় হাইলাকান্দিতে ত্রাণ পৌঁছে দিচ্ছে আরএসএস সেবা বিভাগ

২৫ এপ্রিল: করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি লকডাউন শুরু হওয়ার প্রায় একমাসের উপরে চলছে। এই সময়ে প্রায় সকল কর্মক্ষেত্র বন্ধ৷ চরম দুর্ভোগের শিকার হয়েছেন শহর-গ্রামের মানুষ৷ বিশেষ করে, দিনহাজিরা করা অসংখ্য দরিদ্র শ্রমিক পরিবার চরম ভোগান্তিতে। তাদের কথা মাথায় রেখে ভারতের অন্যান্য প্রান্তের মতো হাইলাকান্দিতেও পথে নেমেছেন আরএসএসের সেবা বিভাগের স্বয়ংসেবকেরা। লকডাউনের ফলে যানবাহনের অভাব৷ এর ওপর প্রখর রৌদ্র ও মহামারির আতঙ্ক৷ সবকিছুকে পিছনে ফেলে স্বয়ংসেবকেরা দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন। তাদের এই প্রয়াসে অনেকে টাকা, অনেকে বিভিন্ন খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

সংঘের জেলা কার্যবাহ কিরন্ময় দত্ত জানান, এই সেবাকাজের সূচনা হয় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে৷ জেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন স্তরের মানুষ জেলা সংঘচালক ভবানী চক্রবর্তীর আহ্বানে স্বেচ্ছায় দানকার্যে এগিয়ে আসেন। হাইলাকান্দির পাঁচগ্রাম থেকে শুরু করে ঘাড়মুরা রামনাথপুরের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মোট ৬টি খণ্ডে স্বয়ংসেবকেরা এই সেবা কাজ চালিয়ে যাচ্ছেন। কারিছড়া মণ্ডল নিবাসী সদ্য ডিটেনশন ক্যাম্প থেকে মুক্ত কানু পালের বাড়িতে এক মাসের রেশন সামগ্রী তুলে দেওয়া থেকে শুরু হওয়া সেবাকাজ এখন বিশাল রূপ নিয়েছে৷

সংঘের দেওয়া বিবরণ অনুযায়ী এখন পর্যন্ত জেলার ৭৫ স্থানে ১৭১৪টি পরিবারে তারা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন। যেসব খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন সেগুলি হল ৫২ কুইন্টাল চাল, ১ হাজার ১২৯ কেজি ডাল, ৫৬৫ লিটার ভোজ্য তেল, ১৩৯ কেজি আটা, ১ হাজার ২৯০ প্যাকেট লবন, ১ হাজার ৮৫৭ কেজি আলু, ৪০ কেজি পিয়াজ, ২৭৯ কেজি সোয়াবিন, ৩৩৮টা সাবান, মশলা প্রায় ২০ কেজি, এবং চানা ৩০ কেজি। আগামী দিনেেও শহরের বিভিন্ন প্রান্তে তাদের এই সেবা কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker