Barak UpdatesHappeningsBreaking News
নানা অনুষ্ঠানে ময়নাগড়ে মে দিবস
ওয়েটুবরাক, ১ মে : অসম মজুরী শ্রমিক ইউনিয়নের কাছাড় জেলা কমিটি সোমবার সকাল ৮টায় রাঙ্গীরখাড়ির ভাষাশহিদ স্মারকের পাদদেশে জমায়েত হয়ে মহান মে দিবসের পতাকা উত্তোলন করে ও মে দিবসের শহিদদের স্মরণে নির্মিত অস্থায়ী শহিদ বেদিতে মাল্য ও পূষ্পার্ঘ অর্পণ করে। পতাকা উত্তোলন করেন অসম মজুরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মৃণাল কান্তি সোম ও শহিদ বেদিতে প্রথমে পুষ্প স্তবক অর্পণ করেন এনটিইউআইর রাজ্য সভাপতি মানস দাস। প্রাসঙ্গিক বক্তব্যের মাধ্যমে মে দিবসের তাৎপর্য ও শ্রমিকদের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ সংগ্রামের দিক উপস্থিত শ্রমজীবী মানুষের সামনে সবিস্তারে তুলে ধরেন অরূপ বৈশ্য ও অরিন্দম দেব । কোরাসের শিল্পীরা পরিবেশন করেন গান । স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সংগঠনের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত থেকে শহিদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন বিশ্বজিত দাস, স্নিগ্ধা নাথ, দীপিকা সোম, সহিদুল হক, প্রদীপ নাথ, ফারুক লস্কর, প্রমুখ।
অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ময়নাগড় চা বাগানেও মে দিবস উদযাপন করে৷ অনুষ্ঠানের প্রথম পর্যায়ে সকাল ৮টায় ময়নাগড় নাচঘরের সম্মুখস্থ মাঠে শহীদের স্মরণে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ এবং পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দ্বিতীয় পর্যায়ে ময়নাগড় নাচঘরে অসম মজুরি শ্রমিক ইউনিয়নের ডলু বাগান পঞ্চায়েত অঞ্জলি তন্তুবায়ের সভাপতিত্বে ১১টায় অনুষ্ঠান আরম্ভ হয়। মহান মে দিবসের ইতিহাস এবং মে দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কর্মকর্তাগণ। বাগান শ্রমিক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ঝুমুর নৃত্য এবং অন্যান্য লোক নৃত্য , কবিতা পাঠ হয়৷ কোরাস ও বাগান শ্রমিকরা যৌথ ভাবে পরিবেশন করেন নাটক “শ্রমিক কথা” ।
শ্রমিকদের পক্ষ থেকে আয়োজিত মধ্যাহ্ন ভোজনের পর বিশেষ আকর্ষণ ছিল মহিলা ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতার শুরুতে দিল্লিতে মহিলা কুস্তিগীরদের আত্মসম্মান ও অন্যান্য নায্য দাবির প্রেক্ষিতে অবস্থান ধর্মঘটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ও তাদের নায্য দাবি অনতিবিলম্বে পূরণ করার দাবি জানিয়ে বিকেল ৪ টায় জালালপুর এবং হাইলাকান্দি থেকে আমন্ত্রিত দুই মহিলা ফুটবল দলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷
সবশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উপস্থিত ছিলেন মৃণাল কান্তি সোম, মানস দাস, ধরিত্রী শর্মা, অরিন্দম দেব, অরূপ বৈশ্য, প্রদীপ নাথ, বিশ্বজিৎ দাস, ফারুক লস্কর, স্মিগ্ধা নাথ, নিবাস ভূমিজ সম্প্রদায় , লাকি নায়েক সম্প্রদায় এবং ফুটবল কোচ জ্যোতির্ময় নাথ, বাদল চন্দ্র নাথ, মৃণাল কান্তি সিনহা ও ইদ্রজিৎ সিনহা ।