Barak UpdatesCultureBreaking News
নাটক লেখা প্রতিযোগিতার আয়োজন পূবালীর
ওয়ে টু বরাক, ২৬ নভেম্বর : পূবালী শিলচর-এর ৫৩তম বার্ষিক উৎসব উপলক্ষে একটি নাটক লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় রয়েছে দু’টি বিভাগ- (১) অণু নাটক স্ক্রিপ্ট রাইটিং প্রতিযোগিতা (নাটকটি ১০ থেকে ২০ মিনিটের হতে হবে) এবং (২) একাঙ্ক নাটক স্ক্রিপ্ট রাইটিং প্রতিযোগিতা (নাটকটি ৫০ থেকে ৬০ মিনিটের হতে হবে)। এর জন্য রয়েছে আর্থিক পুরস্কার।
এই প্রতিযোগিতায় প্রতিযোগীরা মৌলিক নাটক অথবা কোনও গল্পের নাট্যরূপ (যা আগে কোথাও প্রকাশ করা হয়নি) A4 কাগজের একটি দিকে লিখে আগামী ৩১ ডিসেম্বর, ২০২৪ এর মধ্যে পূবলীর ক্লাব রোডস্থ (টেনিস ক্লাবের উল্টোদিকে) অফিসে পৌঁছে দিতে হবে। অথবা উল্লিখিত ই-মেইল অ্যাড্রেসে (hsdas13@gmail.com) পাঠিয়ে দিতে পারেন। বিস্তারিত জানতে সংস্থার সভাপতি ও সম্পাদকের সঙ্গে মোবাইল নম্বরে (9435073170, ,7002436289)যোগাযোগ করা যেতে পারে।
উল্লেখ্য, পূবালী সংস্থা আগামীতে এই প্রতিযোগিতার পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ স্ক্রিপ্ট নিয়ে নাট্যকারের অনুমতি সাপেক্ষে নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করেছে। নাটকের লিখিত স্ক্রিপ্টের হার্ডকপি জমা দিলে দুই কপি দিতে হবে। এক কপি পূবালির হেফাজতে থাকবে। এতদ অঞ্চলের মৌলিক নাটকের প্রসারের স্বার্থে সাহিত্য অনুরাগী এবং নাট্যমোদীদের কাছে নাটক লেখা সহ এই প্রতিযোগিতায় সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।