NE UpdatesHappeningsBreaking News
নাগাল্যান্ডে আরও ২৩, বেড়ে মোট ৫৬২
৪ জুলাই ঃ নাগাল্যান্ডে শনিবার আরও ২৩ জন নতুন মানুষের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। শুক্রবার রাজ্যে ৪১১টি স্যাম্পল পরীক্ষা করা হয়েছিল। এর রিপোর্ট আসার পরই ২৩ নতুন আক্রান্ত বেরিয়েছে। নাগাল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী এস পাংনু ফম তাঁর টুইটারে এ খবর জানিয়েছেন। যে ২৩ জন নতুন আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ২১ জন প্যারেন থেকে ও ২ জন কোহিমা থেকে শনাক্ত হয়েছেন।
এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫৬২। এর মধ্যে ২২৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৪ জন। তবে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে কারোর মৃত্যুর ঘটনা ঘটেনি।