NE UpdatesHappeningsBreaking News
নাগাল্যান্ডের জেলপালানো ৯ কয়েদির সন্ধান নেই
ওয়েটুবরাক, ২১ নভেম্বর : নাগাল্যান্ডের মন জেলা কারাগার থেকে শনিবার রাতে ৯ বন্দি পালিয়েছে। সোমবারও তাদের খোঁজ মেলেনি৷ জেল-পলাতকদের মধ্যে দুজন খুনের অভিযোগে শাস্তি ভোগ করছিল। বাকিরা বিচারাধীন। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে তারা কোনও ভাবে নিজেদের সেলের তালার চাবি জোগাড় করে নেয়। সেল খুলে জেলের দেওয়াল টপকে একে একে বেরিয়ে পড়ে ৯ জন। পনফে কন্যাক, পুয়াংঘাট কন্যাক, টাইবান কন্যাক, আমপুং কন্যাক, মানফা কন্যাক, টামরাং কন্যাক, ঠানৌ কন্যাক, রংজেল কন্যাক এবং টিয়নেল কন্যাক। মন জেলা অসম, অরুণাচল প্রদেশ এবং মায়ানমার বেষ্টিত। তাই তাদের গ্রেফতারের জন্য নাগাল্যান্ডের সরকার রবিবার সকালে লুকআউট নোটিশ জারি করে।
তাদের ধরতে পুলিশ জেলা জুড়ে ব্যাপক তল্লাশি অব্যাহত রেখেছে। তাদের এলাকাবাসীকেও সতর্ক করা হয়েছে। নাগাল্যান্ডের সমস্ত নিরাপত্তা বাহিনী এবং প্রতিবেশী রাজ্যের থানাগুলিকেও জানিয়ে রাখা হয়েছে। পুলিশ আশাবাদী, শীঘ্র নয়জনের সবাই ধরা পড়বে।