NE UpdatesHappeningsBreaking News
নাগাল্যান্ডের গুলিকাণ্ডে ৩০ সেনা জওয়ানকে চার্জশিট
ওয়েটুবরাক, ১২ জুন : গত বছর নাগাল্যান্ডে জঙ্গি সন্দেহে সাধারণ মানুষের উপর এলোপাথাড়ি গুলি চালিয়েছিল সেনাবাহিনী৷ এই ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। তদন্তে নেমে পুলিশ ৩০ সেনা জওয়ানের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। তাঁদের মধ্যে একজন সেনা আধিকারিকও আছেন৷
ঘটনার পরেই নাগাল্যান্ড পুলিশের তরফে একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছিল। আর সেই দল গোটা ঘটনার তদন্ত করে।
খুব শীঘ্রই অভিযুক্ত সেনা আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নাগাল্যান্ড পুলিশ। আর সেই ব্যবস্থা নেওয়ার আগে সে রাজ্যের সরকার অমিত শাহের মন্ত্রকে চিঠি পাঠিয়েছে। কার্যত জওয়ান এবং আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুমতি চেয়েই মন্ত্রকে এই চিঠি পুলিশের তরফে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।
এই মুহূর্তে নাগাল্যান্ডে সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। তাই সেনার বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতির প্রয়োজন। আর সেই অনুমতি চাইতেই নাগা পুলিশের তরফে এই চিঠি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, রাতের অন্ধকারে খনির কাজ সেরে একটি পিকআপ ভ্যানে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। সেই সময়ে সেনাবাহিনী তাঁদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। তাতে ছয় জনের মৃত্যু হয়। আর এরপরেই একেবারে রণক্ষেত্র তৈরি হয়। পাল্টা সেনা ক্যাম্পে হামলা হয়। মোট ১৪ জন নাগরিকের মৃত্যু হয়েছিল।