Barak UpdatesHappeningsBreaking News

নাগরিক যন্ত্রণা তুলে ধরলেও কোনও কর্মসূচি জানাতে পারল না শিলচর জেলা কংগ্রেস

ওয়েটুবরাক, ১ জুলাইঃ পেট্রলের মূল্য ক্রমে বেড়ে চলেছে। বাড়ছে জ্বালানির ওপর করের টাকাও। অত্যাবশ্যকীয় সমস্ত জিনিসের মূল্যবৃদ্ধি ঘটে চলেছে। বিনামূল্যে চাল দিলেও সর্ষের তেল কিনতে হয় দেড়শো লিটার দরে। কাগজ কল নিয়ে বিজেপি নেতারা কথার খেলাপ করছে। কৃষকদের উতপাদিত ধান ন্যায্যমূল্যে কিনে নেওয়ার কথা বলেও সরকার নীরব। গ্রামাঞ্চলে রাস্তাঘাট বেহাল। সরকারি দফতরগুলিতে কোটি কোটি টাকা বিদ্যুতের বিল বকেয়া, সে সব না মিটিয়ে সরকারি কর্মচারীদের ওপর বিদ্যুতের বিল জমা বাধ্যতামূলক করছে। মানুষের এমন নানা সমস্যার কথা আজ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে জানালেন কংগ্রেস নেতারা। জেলা কংগ্রেস সভাপতি প্রদীপকুমার দে-র সঙ্গে ছিলেন দলের দুই বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ও খলিলউদ্দিন মজুমদার। ছিলেন শিলচরের প্রার্থী তমালকান্তি বণিক, লক্ষীপুরের প্রার্থী মুকেশ পাণ্ডে, প্রদেশ কংগ্রেস সম্পাদক তথা কাটলিছড়ার প্রার্থী সঞ্জীব রায়, জ্যোতিরিন্দ্র দে, সঞ্চিতা আচার্য, অমিতাভ সেন, সীমান্ত ভট্টাচার্য, দেবদীপ দত্ত প্রমুখ। কিন্তু এই সব নাগরিক যন্ত্রণা নিয়ে তাঁদের কী কর্মসূচি, তা কেউ বলতে পারলেন না। প্রেস বিবৃতির শেষ বাক্যের মত এখানেও শোনালেন, বৃহত্তর আন্দোলন গড়ে তুলব আমরা।

Rananuj

সরকারের কোভিড নিয়ন্ত্রণ পরিকল্পনার সমালোচনায় মুখর হয়েছেন কংগ্রেস নেতৃবৃন্দ। তাঁরা বলেন, টিকাই যেখানে একমাত্র সমাধান, সেখানে সরকার সকলের টিকার ব্যবস্থা করতে পারছে না। প্রয়োজনের তুলনায় নগণ্য সংখ্যক টিকা পাঠানো হচ্ছে। এর দরুন মানুষ দুই-তিনদিন ঘুরেও টিকা নিতে পারছেন না। ফলে সাধারণ জনতার ক্ষোভ আছড়ে পড়ছে, রাস্তা অবরোধ হচ্ছে।

তমালবাবু বলেন, গত বছরের কন্টাক্ট ট্রেসিং এ বার হচ্ছে না। ফলে ভয়াবহতা বাড়ছে। জোতিরিন্দ্রবাবু সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, জেলায় একটি ভাল ভ্যাকসিন ভ্যান পর্যন্ত নেই। দশ বছরের পুরনো ভ্যান নিয়ে গুয়াহাটি যান ভ্যাকসিন আনতে। মেঘালয়ে সেটি বার বার নষ্ট হয়। এ ছাড়া, পনেরো হাজার ডোজ ভ্যাকসিন আনার ভ্যানে নিয়ে গেলে গুয়াহাটি থেকে পাঠানো হয় ৬৮০ ডোজ ভ্যাকসিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker