Barak Updates

নাগরিকত্ব বিলে জেপিসির ছাড়পত্র, শিলচরেও সন্তোষ

১ জানুয়ারিঃ নাগরিকত্ব বিল হুবহু লোকসভায় পেশ করার ছাড়পত্র দিল যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)। সোমবার দীর্ঘ আলোচনার পর চেয়ারম্যান রাজেন্দ্র আগরওয়াল বিলটি ভোটাভুটিতে দেন। প্রত্যাশিতমতই শাসক দলের অধিক ভোটে বিলটি জেপিসি-তে পাশ হয়ে যায়। ফলে বিরোধীদের যাবতীয় সংশোধনী প্রস্তাব খারিজ হয়ে যায়। পরে সিদ্ধান্ত হয়, ৭ জানুয়ারি বিলটি ফের লোকসভায় উত্থাপন করা হবে। ৮ জানুয়ারি বর্তমান লোকসভার শেষ অধিবেশনের শেষদিন। অনুমান করা যায়, সংখ্যার বিচারে সেদিনই মোদির সরকার বিলটি রাজ্যসভায় পাঠানোর রাস্তা তৈরি করে নেবে। রাজ্যসভা অবশ্য যে কোনও সময় বিলটি আলোচনার জন্য গ্রহণ করতে পারে। কারণ লোকসভার মেয়াদ পেরিয়ে গেলেও রাজ্যসভা যথারীতি বহাল থাকে।

নাগরকত্ব সংশোধনী বিলের ছাড়পত্রকে বিজেপি-র বড় কৃতিত্ব বলে দাবি করছেন স্থানীয় নেতৃত্ব। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ বলেন, এখন আর দলের মনোবৃত্তি নিয়ে প্রশ্ন তোলা যাবে না। বরং সুস্মিতা দেবরা কী করেন, সেটাই দেখার। তাঁর কথায়, লোকসভায় বিজেপি নিজের শক্তিতেই বিলটিকে উতরে দেবে। কিন্তু রাজ্যসভায় বাঙালিদরদী অন্যদেরও এগিয়ে আসতে হবে। সে জায়গায় কে কতটা করেন, তাই দেখার অপেক্ষায় কবীন্দ্রবাবুরা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, এই বিল আইনে পরিণত হয়ে গেলে অন্তত হিন্দু বাঙালিদের আর এনআরসি নিয়ে আতঙ্কে কাটাতে হবে না। তবে কংগ্রেস তা হতে দেবে কি-না, সে নিয়ে আশঙ্কায় তিনি। বলেন, ভুবনেশ্বর কলিতা বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের বাদ দিতে প্রস্তাব দিয়েছিলেন।

English text here

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker