NE UpdatesBarak UpdatesBreaking News
করোনা ওয়ার্ড তৈরি করেও রেলের এসএসইর প্রার্থনা, এগুলো যেন কাজে না আসে!
২৯ এপ্রিল: মাত্র ৬ দিনে শিলচর রেলস্টেশনে ৩৩টি কামরায় ৮৬৪টি বেড তৈরি হয়েছে তাঁরই তত্ত্বাবধানে৷ উত্তরপূর্ব সীমান্ত রেলের সেই সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারই এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, এগুলো যেন কাজে না আসে!
দেশের বিভিন্ন স্থানে ৫ হাজার কামরা করোনা রোগীদের চিকিৎসার জন্য তৈরির সিদ্ধান্ত নেয় রেল দফতর৷ এর মধ্যে ৩৩টি শিলচরে তৈরির নির্দেশ আসে৷ দায়িত্ব পড়ে এসএসই চিরঞ্জিত দাসের কাঁধে৷ ৭ দিন সময় দেওয়া হয়েছিল তাঁকে৷ কিন্তু রেলের কামরাকে হাসপাতালের ওয়ার্ডের চেহারা দেওয়া কি চাট্টিখানি কথা! তাও আবার করোনার মত রোগীদের কথা মাথায় রেখে! মিডল বার্থ সরিয়ে দেওয়া, স্নানাগারের ব্যবস্থা করা, জানালায় মশারোধী জাল লাগানো! লকডাউনের মধ্যে সম্ভব হবে তো, চিন্তায় ছিলেন তিনি৷ শেষপর্যন্ত অবশ্য ৬ দিনেই সব কাজ সেরে নেন৷
এসএসই দাস জানান, একেক কামরায় ৯টি খোপ থাকে৷ ৮টিতে রোগীর বেড করা হয়েছে৷ অন্যটি রাখা হয় স্বাস্থ্যকর্মীদের জন্য৷ সেখানে একটি অক্সিজেন সিলিন্ডার, একটি ট্রলিও রাখা হয়েছে৷
কিন্তু চিরঞ্জিৎবাবুর একটাই প্রার্থনা, ওইসব যেন কারও প্রয়োজনে না লাগে! করোনা যেন আর সংক্রমিত না হয়৷ কোনও অবস্থায় এমন সময় না আসুক যে, হাসপাতাল উপচে রোগী রাখার জন্য রেলের কামরার প্রয়োজন পড়ে!