Barak UpdatesFeature Story
নর্দমার জল আর জঞ্জাল পেরিয়েই বাড়ি ফিরলেন জগন্নাথদেব
১২ জুলাইঃ নালা-নর্দমা উপচে পড়া জল আর তাতে মিশে থাকা জঞ্জাল মাড়িয়েই বাড়ি ফিরলেন জগন্নাথদেব। সঙ্গে বলরাম, সুভদ্রা। আটদিন আগে যখন রথে চড়ে মাসীর বাড়ির উদ্দেশে রওয়ানা হয়েছিলেন তাঁরা, বরাক উপত্যকার কোথাও বৃষ্টি ছিল না। ফেরার পথেই বিপত্তি। দুদিন ধরে প্রবল বর্ষণ। শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি সব শহরে নালা-নর্দমা উপচে জল চলেছে রাস্তার ওপর দিয়ে। শিলচর শহরের সর্বত্র জল থইথই অবস্থা। নর্দমা আর জঞ্জালে একাকার। এ অবস্থাতেই শাস্ত্রীয় রীতি মেনে শুক্রবার উল্টোরথ বেরোয়। প্রায় সকলের রথ ওই নোংরা জল পেরিয়েই নিজেদের আশ্রমে পৌঁছায়।
এ বার এক পঞ্জিকায় বৃহস্পতিবার, আরেক পঞ্জিকায় শুক্রবার উল্টোরথের উল্লেখ রয়েছে। ফলে দুইদিনই রথ বেরোয়। তবে যারা বৃহস্পতিবার রথ বের করেন, তাঁরাও জল-যন্ত্রণা থেকে রেহাই পাননি। করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে বৃহস্পতিবার নবরথ বেরিয়েছিল। কাদা মাড়িয়েই সবকটি রথ মুণ্ডমালা মাঠে জড়ো হয়। কর্দমাক্ত মাঠেই বসে রথের মেলা। বিষ্ণুপ্রিয়া মণিপুরিরা এ ভাবে এক মাঠে বিভিন্ন এলাকার রথের মিলন ঘটায়। শুক্রবার রথের মহামিলনের আয়োজন হয়েছিল পশ্চিম শিলচরে। সেখানে ২০টি রথ পৌঁছয়। সবকটি রথকেই জলকাদা ভেঙে এগোতে হয়। ফলে রশি টেনে জগন্নাথদেবের রথ নিয়ে যেতে ভক্তদের বেশ কষ্ট হয়। তবু সেই রথের মেলা দেখতে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ বৃষ্টির মধ্যেই সমবেত হন।