India & World UpdatesHappeningsBreaking News
নয়া নিয়ম, মোবাইল নিয়ে ঢোকা যাবে না রামমন্দিরে
ওয়েটুবরাক, ২৭ মে : রামমন্দিরে প্রবেশের ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনা হল। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের নিষেধাজ্ঞায় জুড়ল মোবাইল ফোন৷ আর মোবাইল নিয়ে ঢোকা যাবে না মন্দির চত্বরে। মন্দিরের পরিবেশ আরও আধ্যাত্মিক করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ট্রাস্ট কর্তৃপক্ষ । তাঁরা জানান, মন্দির চত্বরে লকারের ব্যবস্থা থাকবে৷ সেখানে মোবাইল রেখে প্রবেশ করতে হবে।
ট্রাস্টের সদস্য অনিল মিশ্র জানান, মন্দির চত্বরে মোবাইল ফোন রাখার সুবন্দোবস্ত করা হয়েছে। নতুন নিয়ম মেনে চলার জন্য সকল পুণ্যার্থীদের কাছে আবেদন জানিয়েছেন তিনি। মিশ্র বলেন, শুধু মোবাইল নয়, অন্যান্য মূল্যবান সামগ্রী রাখারও ব্যবস্থা করেছে ক্লোক রুমে।
প্রসঙ্গত, এখন ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত রামলালা দর্শন করা যায়।