NE UpdatesBarak UpdatesHappenings
নবোদয়ের ড্যামেজ ক্লাসরুম, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের অসন্তোষ
ওয়েটুবরাক, ১০ নভেম্বর : পয়লাপুলের জওহর নবোদয় বিদ্যালয় পরিদর্শন করে তীব্র অসন্তোষ প্রকাশ করল আসাম রাজ্য শিশু সুরক্ষা কমিশন৷ সদস্য অজয়কুমার দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল নবোদয় বিদ্যালয়ের ক্লাসরুম, লাইব্রেরি, ল্যাবরেটরি সহ স্কুল ক্যাম্পাস ঘুরে দেখে৷ ড্যামেজ রুমে ছাত্রছাত্রীদের ক্লাশ করতে দেখে তাঁরা তীব্র প্রতিক্রিয়া জানান৷ ছাত্রছাত্রীদের পড়াশোনার উপযোগী করে স্কুলের সার্বিক পরিবেশ তৈরি করতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। পরে প্রতিনিধি দলটি লাবক চা বাগানে গিয়ে শ্রমিক পরিবারের শিশুসন্তানদের খোঁজখবর নেন এবং ওই বাগানে অবস্থিত উধারবন্দ আইসিডিএস-এর অঙ্গনাদি কেন্দ্রগুলি পরিদর্শন করেন। কমিশনের টেকনিক্যাল কনসালটেন্ট দিব্যজ্যোতি শর্মাকে নিয়ে দলটি স্বচ্ছতা অভিযানের বিভিন্ন বিষয়বস্তু খতিয়ে দেখেন। শিলচর পুরসভা এবং সোনাই পুরসভার প্লাস্টিক ব্যবস্থাপনাও খুটিয়ে দেখেন। দলটি প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও বৈঠকে মিলিত হন।