Barak UpdatesBreaking News
নবীর জন্মদিনে কয়েক হাজার মানুষের ঢল শিলচরে
২১ নভেম্বর : মহানবী হজরত মহম্মদের জন্মদিন বুধবার সারা বিশ্বের সঙ্গে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে। মুসলিম সম্প্রদায়ের মানুষ এই দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করেন।
এ দিন সকালে শিলচর শহরে এক বিশাল ধর্মীয় শোভাযাত্রা জুলুস বের করা হয়। শহরের কেন্দ্রস্থল বড় মসজিদ থেকে এই শোভাযাত্রা প্রেমতলা, হাসপাতাল রোড, রাঙ্গিরখাড়ি, হাইলাকান্দি রোড হয়ে কাঠাল রোড বাইপাস ধরে এগিয়ে যায়। বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রা গিয়ে শেষ হয় আইএসবিটি। সাদা ও সবুজের সমাহারে এক বিশেষ পরিবেশের সৃষ্টি হয়েছিল। মিছিলের একদম আগে ছিলেন বাইক নিয়ে হাজারেরও বেশি যুবক। কারও হাতে বেলুন, আবার কারও মাথায় পাগড়ি। এর পেছনে কয়েকশ গাড়ির বিশাল লাইন। প্রতিটি গাড়িতে উপচে পড়া ভিড়। এর মধ্যে কয়েকটি আবার ফুলমালায় সুসজ্জিত ট্যাবলো। শোভাযাত্রায় ১৬ চাকার বিশাল গাড়িকেও সাজিয়ে তোলা হয়। এছাড়া প্রতি গাড়িতে সাউন্ড সিস্টেমে আল্লাহর উদ্দেশে নিবেদিত গান।
ভক্তদের বিশ্বাস অনুযায়ী, এ দিনই জন্মগ্রহণ করেন হজরত মহম্মদ। আবার এ দিনই তিনি মৃত্যুবরণ করেন বলে বিশ্বাস। ফলে প্রতিটি মুসলিমের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।