India & World UpdatesHappeningsBreaking News
নবম ও একাদশ শ্রেণির অনুত্তীর্ণদের পাস করাতে উদ্যোগ সিবিএসই-র
১৪ মে : নবম ও একাদশ শ্রেণিতে অকৃতকার্য ছাত্রছাত্রীদের অনলাইন বা অফলাইন পরীক্ষা নেওয়ার নির্দেশ দিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই। বেশ কিছুদিন ধরেই অকৃতকার্য ছাত্রছাত্রী ও অভিভাবকদের কাছ থেকে এ নিয়ে প্রশ্ন আসছিল বোর্ডের কাছে। তারপরই এই সিদ্ধান্ত নিল বোর্ড। করোনা আতিমারির কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে।
বোর্ড সূত্রে বলা হয়েছে, সিবিএসই অনুমোদিত সমস্ত স্কুল অনলাইন/অফলাইন পরীক্ষায় পড়ুয়াদের পারফরম্যান্সের ভিত্তিতে নতুন ক্লাসে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেবে। পরীক্ষা আয়োজনের আগে স্কুলগুলিকে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়ার নির্দেশও দিয়েছে বোর্ড। গত সপ্তাহেই সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা করা হয়। আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে সেগুলি মিটিয়ে ফেলা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।