Barak UpdatesHappeningsBreaking News
নবমীর রাতের বৃষ্টি নষ্ট করে দিল পুজোর আমেজ
৭ অক্টোবর : মহাষ্টমীতে বৃষ্টি এসেছিল গভীর রাতে। ফলে দর্শনার্থীদের অসুবিধা তুলনামূলক কম হয়েছিল। কিন্তু মহানবমীর রাতে ১০টা নাগাদ মুষলধারে বৃষ্টি আসায় পুজোর আনন্দের সুরটা যেন হঠাত করে কেটে যায়। প্রথমদিকে হিমেল বাতাস, আর এর কিছুক্ষণ পরেই আসে বৃষ্টি। এত মানুষ রাস্তায়, বলতে গেলে লোকে লোকারণ্য শহর, এ অবস্থায় ঝমঝম করে বৃষ্টি আসায় একটু মাথা গোঁজার ঠাই বের করতেই সবাই হিমশিম খেয়ে যান। তারউপর যারা শিশুদের নিয়ে পুজো দেখতে বেরিয়েছিলেন, তাদের কথা তো আর বলে লাভ নেই। অটোরিক্সা বা ই-রিক্সা জোগাড় করে কোনরকম বাড়িমুখো হয়েছেন।
তাছাড়া শহর জুড়ে নো-এন্ট্রি থাকায় কোন রুটে গেলে অটোরিক্সা পাওয়া যাবে, সেটা নিয়েও অনেকে বিব্রত হয়েছেন। তবে যারা আগে থেকেই নিজের কার বা ভাড়া গাড়ি বন্দোবস্ত করে বেরিয়েছিলেন তাঁরা অবশ্য স্বস্তিতে ছিলেন।
এদিকে, বৃষ্টিতে বেশ কয়েকটি পুজো মণ্ডপের যথেষ্ট ক্ষতি হয়েছে। কাপড়ের স্ট্রাকচার ভিজে গেছে, বাইরে মূর্তি বসিয়ে যারা মণ্ডপ সাজিয়েছিলেন, তাদের পক্ষে আর কিছু বাঁচানো সম্ভব হয়নি। অন্যদিকে রাতে বৃষ্টি কিছুটা কমে আসায় আবারও কিছু দর্শনার্থী রাস্তায় বেরোন। তবে বৃষ্টির শঙ্কা অবশ্য শেষ পর্যন্ত পিছু ছাড়েনি।