Barak UpdatesHappeningsBreaking News
নববর্ষের প্রভাতে সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করছে বরাক বঙ্গ

ওয়েটুবরাক, ১২ এপ্রিল: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি ১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত জানাতে ভিন্নমাত্রিক এক ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে । এক জায়গায় বসে কথা-কবিতায়, গানে-নাচে বর্ষবরণ অনুষ্ঠানের বদলে এবছরে শোভাযাত্রার আয়োজন করেছে তারা। মঙ্গলবার সকাল সাতটায় শিলচর ডি এস এ থেকে বের হয়ে এই শোভাযাত্রা সেন্ট্রাল রোড, প্রেমতলা, শ্যামাপ্রসাদ রোড, পার্ক রোড হয়ে বঙ্গভবনে শেষ হবে।
শনিবার বঙ্গভবনে সাংবাদিক সম্মেলন ডেকে আঞ্চলিক সমিতির সভাপতি সব্যসাচী পুরকায়স্থ ও সম্পাদক সুশান্ত কুমার সেন বলেন, এতে সমাজের বৃহত্তর পরিসরের মানুষদের সামিল করানোর সুযোগ পাওয়া যাবে। এই কথা মনে রেখে বিভিন্ন স্কুল, কলেজ, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করে আমন্ত্রণ জানিয়েছেন তারা। প্রত্যেককে এই শোভাযাত্রায় যোগদানের অনুরোধ জানিয়ে সব্যসাচী-সুশান্ত বলেন, এই পরিবর্তিত কর্মসূচি গ্রহণের নেপথ্যে রয়েছে বেশ কিছু বাস্তবিক কারণ। এর মধ্যে অন্যতম হল, বিগত বছরগুলোতে শিলচর ব্যায়াম বিদ্যালয় নববর্ষের অনুষ্ঠান আয়োজনে শোভাযাত্রা বের করত, গত কয়েক বছর থেকে শিলচর পুরসভার সহযোগিতা না পেয়ে তারা আর এই অনুষ্ঠান করছে না । এই ক্ষেত্রে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণে নৈতিক দায়িত্ব মনে করেই বঙ্গ সাহিত্য এগিয়ে এসেছে।
তাদের কথায়, প্রতিক্রিয়াশীল শক্তিদের চক্রান্তে বাঙালি জাতিসত্তা বিভাজিত। চূড়ান্ত ধর্মীয় মেরুকরণে বাঙালি জাতিসত্তা প্রতিনিয়ত বিপন্ন থেকে বিপন্নতর হচ্ছে। এই অবস্থায় ঐক্যের বন্ধনকে সুগ্রন্থিত করতে একে অন্যের হাত ধরে নিজেদের লোকসংস্কৃতি রক্ষা করার প্রতিশ্রুতিতে পথে নামবেন সবাই। কবিতায়, গানে, নাচে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরবেন নববর্ষের প্রভাতে।
এ দিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাক বঙ্গের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, সহ সম্পাদক মিলন উদ্দিন লস্কর, সাহিত্য সম্পাদক দীপক সেনগুপ্ত, কার্যালয় সম্পাদক পরিতোষ দে, জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেব লস্কর, সম্পাদক উত্তম কুমার সাহা, দুই সহসম্পাদক শৈবাল গুপ্ত ও বিনায়ক চৌধুরী, জেলা সমিতির কার্যনির্বাহী সদস্য কবীর হোসেন, আঞ্চলিক সমিতির কার্যনির্বাহী সদস্য রঞ্জিত চৌধুরী প্রমুখ।