NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
নন্দিতা হত্যার প্রতিবাদে শিলচরেও বিক্ষোভ
ওয়েটুবরাক, ২৬ আগস্ট : ধেমাজি জেলার মরিঢল কলেজের ছাত্ৰীর নৃশংস হত্যাকাণ্ডের প্ৰতিবাদে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন, অল ইণ্ডিয়া ডিএসও এবং অল ইন্ডিয়া ডিওয়াইও’র উদ্যোগে আজ বৃহস্পতিবার রাজ্যব্যাপী প্রতিবাদ কার্যসূচি পালিত হয়। সংগঠনগুলির কাছাড় জেলা কমিটির যৌথ উদ্যোগে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্ৰতিবাদী ছাত্ৰ, যুবক ও মহিলারা দাবি জানান, মরিঢল কলেজের ছাত্ৰী নন্দিতা শইকিয়ার হত্যাকারীদের ফাঁসি দিতে হবে, নন্দিতা শইকিয়ার হত্যার ঘটনার বিচার ফাস্ট ট্ৰেক কোর্টে দ্ৰুত সম্পন্ন করতে হব, নন্দিতা শইকিয়ার পরিবারকে ন্যায় প্ৰদান করতে হবে, ছাত্ৰী ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
প্রতিবাদে অংশগ্ৰহণ করে মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা সম্পাদিকা দুলালী গাঙ্গুলী এবং এআইডিওয়াইও’র জেলা সম্পাদক বিজিত কুমার সিংহ বলেন, ছাত্ৰীর মৃত্যুতে রাজ্যবাসী মৰ্মাহত। একটি নিরপরাধ মেয়েকে হত্যা করে তার জীবনদীপ নিভিয়ে দেওয়ার ঘটনার ধিক্কার জানানোর কোনও ভাষা নেই। রাজ্য সরকারের প্রতি প্ৰশ্ন তুলে তাঁরা বলেন, রাজ্যে মহিলা ও ছাত্রীদের উপর এধরনের পাশবিক আক্ৰমণ আর কতদিন চলবে ? কতদিন পর্যন্ত ছাত্রীরা অসুরক্ষিত থাকবে?
তাছাড়া ছাত্ৰী ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা নিতে জোরালো দাবি উত্থাপন করেন। প্ৰতিবাদী কাৰ্যসূচীতে উপস্থিত ছিলেন প্রশান্ত ভট্টাচার্য, পল্লব ভট্টাচার্য, সাবির আহমেদ মাঝারভূঁইয়া সহ অন্যান্যরা৷