India & World UpdatesHappeningsBreaking News
নতুন শিক্ষানীতিকে স্বাগত জানাল বিদ্যা ভারতী
১ আগস্ট: দীর্ঘ প্রতীক্ষিত ‘জাতীয় শিক্ষানীতি-২০২০’ কেন্দ্র সরকারের অনুমোদন লাভ করেছে। একে এক রূপান্তরকারী পদক্ষেপ বলে উল্লেখ করেছে বিদ্যা ভারতী৷ তাদের কথায়, প্রশংস নীয় এই শিক্ষানীতিতে একবিংশ শতাব্দীর দক্ষতা, মান-ভিত্তিক মানুষ তৈরির শিক্ষাকে অবহেলা না করে সামগ্রিক, সুসংহত, বিস্তৃত এবং সমস্ত উচ্চমানের শিক্ষার দিকনির্দেশনা রয়েছে। বিদ্যা ভারতী আন্তরিকভাবে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে, জনগণের সম্পৃক্ততা, অংশগ্রহণ এবং পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রতিটি নীতি সফল হবে।
এই শিক্ষানীতিতে রয়েছে, বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে সুসংহত সাময়িক শিক্ষাকে লক্ষ্য করে স্কুল শিক্ষার পাঠ্যক্রম এবং ৫+৩+৩+৪ বছরের হিসেবে শিক্ষার কাঠামো পরিবর্তন করে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ স্তর পর্যন্ত করা। এছাড়াও স্বাস্থ্যসেবা, পুষ্টি, দক্ষতার বিকাশ ও খেলাধূলাকে কোনও প্রকার অবজ্ঞা না করে শৈশবকালীন যত্ন ও শিক্ষাকে ধারাবাহিক ভাবে পরিচালিত করা৷ ওই উদ্দেশ্যে ১০ লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে ৭ কোটি শিশুকে শিক্ষার মূলস্রোতে আনার পদক্ষেপ রয়েছে। বাদ পড়ার হার সংকোচন করে স্কুল শিক্ষার সুযোগকে আরও প্রশস্ত করার আকর্ষণীয় পদক্ষেপের কথা বলা হয়েছে। আর্থ-সামাজিক সুবিধা বঞ্চিতদের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে এবং বিদ্যালয়ের শিক্ষার ব্যবধান হ্রাস করার কৌশলও উল্লেখযোগ্য। বিষয়সমূহের সংহতকরণ, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, ডিজিটাল সাক্ষরতা এবং বহুভাষিক শিক্ষার প্রসারে গুরুত্ব দিয়ে শিশুকে ভবিষ্যতের জন্যে গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। এক কথায় সামগ্রিক অগ্রগতির এ এক উদ্ভাবনী ক্ষেত্র, বলেন বিদ্যা ভারতীর কর্মকর্তারা৷
বিদ্যা ভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের সভাপতি ডি রামাকৃষ্ণ রাওয়ের আশা, ২০২১ সালের মধ্যে বিস্তৃত জাতীয় পাঠ্যক্রমের কাঠামোটি কার্যকর করা হবে। উচ্চশিক্ষায়ও অনেক প্রত্যাশিত পরিবর্তন আনা হয়েছে। চার বছরের স্নাতক কোর্সে নানা সুযোগও দেওয়া হয়েছে। তাঁর দাবি, অতীতের উপলব্ধি মাথায় রেখে বর্তমান প্রত্যাহ্বান ও ভবিষ্যতের প্রয়োজনীয়তার দিকে নজর রেখে দেশের নতুন শিক্ষাব্যবস্থা তৈরি করা হয়েছে এবং এর সফল বাস্তবায়নের মাধ্যমে সুফল দেখা যাবে। বিদ্যা ভারতী এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, এ কথা জানিয়ে তিনি সংশ্লিষ্ট সবার কাছে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার অনুরোধ জানান।