India & World UpdatesHappeningsBreaking News
নতুন কাঠামোতে আয়করে বিরাট ছাড়

ওয়েটুবরাক, ১ ফেব্রুয়ারি: এবারের বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের ঘোষণা করা হয়েছে। যা নিঃসন্দেহে একশ্রেণির বেতনভুকদের জন্য বড় স্বস্তি। বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কর। তবে এই সুবিধা পাবেন নতুন কর কাঠামোর অন্তর্ভুক্তরা। যে টাকা সাশ্রয় হবে তা আখেরে বাজারেই ঘোরাফেরা করবে। ফলে বাজারও কিছুটা চাঙ্গা হবে।
নতুন কাঠামোতে এবার যে কর হার সীতারমন ঘোষণা করেছেন, তাতে ৪ লক্ষ টাকা পর্যন্ত করহার শূন্য, ৪ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ, ৮ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ, ১২ থেকে ১৬ লক্ষ টাকা পর্যন্ত ১৫ শতাংশ, ১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ২০ শতাংশ, ২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত ২৫ শতাংশ এবং ২৪ লক্ষ টাকার ওপর ৩০ শতাংশ।
এই কাঠামোতে ৪ লক্ষ টাকা আয় থেকেই কর গণনা শুরু হলেও আসলে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে যত টাকাই কর হবে, এর পুরোটাই ভর্তুকি মিলবে। আগে তা ছিল ৭ লক্ষ টাকা পর্যন্ত।
তাতে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে সুবিধা মিলছে ৮০,০০০ টাকার, ১৮ লক্ষ টাকায় ৭০,০০০ টাকা এবং ১,২৫,০০০ টাকায় সুবিধা মিলবে ১.২৫ লক্ষ টাকা।
এরই পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প বৃদ্ধিতে নতুন ঋণ প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। নানা ঘোষণায় লাভবান হবে তফসিলি জাতি ও জনজাতি। ঋণদান প্রক্রিয়া শুরু হবে সহজ শর্তে। ৫ কোটি থেকে ঋণের অঙ্ক বেড়ে হয়েছে ১০ কোটি। স্টার্টআপের ক্ষেত্রে ঋণের অঙ্কও বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি টাকা।
প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর প্রশংসা করে বলেছেন, ”সকলেই আপনাকে নিয়ে উচ্ছ্বসিত। বাজেট খুব ভালো হয়েছে।”