Barak UpdatesHappeningsBreaking News
নতুন কমিটি গড়ে নয়া উদ্যমে ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম
৫ অক্টোবর : বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা ২ অক্টোবর শিলচরের এক অনুষ্ঠান ভবনে আয়োজিত হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ কুমার কান্তি দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের করিমগঞ্জ জেলা সভাপতি তথা রামকৃষ্ণনগর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. কৃষ্ণরঞ্জন পাল, হাইলাকান্দি জেলা সভাপতি তথা এস এস কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. পরিতোষ চন্দ্র দত্ত এবং কাছাড় জেলা সভাপতি তথা শিলচর মহিলা কলেজের অধ্যক্ষ ড. মনোজ কুমার পাল।
সভাপতি ডাঃ দাসের স্বাগত ভাষণের পর বিগত দিনের কাজকর্মের বিবরণ সহ সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন কেন্দ্রীয় সম্পাদক আশু পাল। জরুরি কাজের জন্য কোষাধ্যক্ষ অনুপস্থিত থাকায় আর্থিক প্রতিবেদনও উপস্থাপিত করেন কেন্দ্রীয় সম্পাদক নিজেই। এরপর উপস্থিত সদস্যদের মধ্য থেকে প্রতিবেদন দুটির উপর আলোচনা করেন মোট এগারোজন সদস্য। কিছু পরিবর্তন ও পরিবর্ধন সাপেক্ষে রিপোর্ট দুটি গৃহীত হয়। সংগঠনের সংবিধান দীর্ঘদিন আগেই তিন জেলা কমিটির কাছে বিচার বিবেচনার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের পর তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সংবিধানে কিছু সংশোধন করে চূড়ান্ত রূপ দিয়ে গ্রহণের জন্য তিন জেলা সভাপতি ও আশু পালকে নিয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করে তাদের উপর দায়িত্ব দেওয়া হয়। তাছাড়া আর্থিক প্রতিবেদন পুনর্বীক্ষণের জন্য মিহির লাল দেকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শেষ কর্মসূচি হিসেবে আগামী তিন বছরের জন্য সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন ডাঃ কুমার কান্তি দাস। কার্যকরী সভাপতি হয়েছেন আশু পাল। সহ সভাপতি নির্বাচিত হন জয় বরদিয়া, উত্তম দাস এবং মাধবী শর্মা। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন করুণাময় পাল। সহকারী সম্পাদক পদে অমল দাস, কৃশানু দে এবং শঙ্কর চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম, গণমাধ্যম ও প্রচারের দায়িত্ব নিয়ে সহকারী সম্পাদক হয়েছেন সুজয় নাথ। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন দেবব্রত পাল। এ ছাড়াও কেন্দ্রীয় কার্যবাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন নেহা চক্রবর্তী, সৌরভ পাল, মানিক গুপ্ত, রিদম ঘোষ, সত্যবান নাগ, অভিজিত দাশগুপ্ত, সাগর রায়, জয়প্রকাশ তিওয়ারি, নবেন্দু নাথ ও নিখিল পাল ।
তিন জেলা কমিটি ও জেলা মহিলা শাখা গুলির সেক্রেটারি ও প্রেসিডেন্ট গণ পদাধিকার বলে কেন্দ্রীয় কমিটির পূর্ণ সদস্য হিসাবে বিবেচিত হবেন। প্রশান্ত বসু, অসমঞ্জ বিশ্বাস, মিহির কুমার দে, দেবব্রত দাস, রথীন্দ্রনাথ সাহাকে নিয়ে উপদেষ্টা সমিতি গঠিত হয়েছে। আগামী দিনে এই সমিতিতে আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হবে। সভার শেষ লগ্নে ফোরামের প্রয়াত সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে বরাক উপত্যকার গ্রাম গ্রামান্তর ও শহরের প্রতিটি মহল্লায় প্রসারিত করার শপথ নিয়ে সাধারণ সভার কাজ শেষ হয়।