Barak UpdatesHappeningsBreaking News
নকল পুলিশ অফিসার মাধ্যমিক দিতে পাঠিয়েছিল নাইনের ছাত্রকে, গ্রেফতার
ওয়েটুবরাক, ১৫ মার্চ : নকল পুলিশ সাব ইন্সপেক্টরের প্রক্সি হিসাবে মাধ্যমিক পরীক্ষায় বসল নবম শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে৷ মঙ্গলবার প্রথমদিনেই ইনভেজিলেটরের হাতে ধরা পড়ল ওই প্রক্সি পরীক্ষার্থী।
কড়াকড়ির মধ্যেই অন্যের অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষার খাতায় লিখে যাচ্ছিল গুমড়া এলাকার দিলোয়ার হুসেন নামের এক কিশোর। সে সামিদ হোসেন বড়ভুইয়ার হয়ে পরীক্ষায় বসেছিল৷ সামিদ ভুয়া সাব ইন্সপেক্টর সেজে নানা জায়গায় বহু অপকর্মের অভিযোগে হাজতবাস করে এসেছে। তার হয়ে পরীক্ষা দিতে গিয়ে এখন ওই কিশোর পুলিশের জালে৷
কাটিগড়া থানার ওসি জানান, ধৃতের ১৮ বছর পেরোয়নি৷ তাই তাকে হোমে পাঠানো হবে৷