Barak UpdatesHappenings
ধোয়ারবন্দ মিলন মন্দিরে বলেরো ম্যাক্স পিক আপ গাড়ি দিলেন মন্ত্রী পরিমল
ওয়ে টু বরাক, ২১ সেপ্টেম্বর ঃ ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত ধোয়ারবন্দ শাখার হিন্দু মিলন মন্দির কমিটির হাতে ৮ লক্ষ ৩৩ হাজার টাকার একটি বলেরো ম্যাক্স পিক আপ গাড়ি তুলে দিলেন রাজ্যের পরিবহন, আবগারি ও মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। নিজের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ভারত সেবাশ্রম সংঘকে এই গাড়িটি দিয়েছেন তিনি। মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার প্রমুখ তথ্যাজ্ঞানানন্দজি মহারাজের জীর হাতে গাড়ির নথিপত্র সহ চাবি তুলে দেন।
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ধোয়ারবন্দ শাখার হিন্দু মিলন মন্দির প্রাঙ্গণে এক সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ভারত সেবাশ্রম সংঘের সমাজের প্রতি নিরন্তর চালিয়ে যাওয়া বিভিন্ন কার্যকলাপের কথা তুলে ধরেন। মন্ত্রী বলেন, হিন্দু সমাজের প্রত্যেক ব্যক্তিকে একত্রিত করে একই ছত্রছায়য় রাখতে সারা বিশ্ব ব্যাপী কাজ করে যাচ্ছেন ভারত সেবাশ্রম সংঘের প্রত্যেক সন্ন্যাসীরা। তিনি বলেন, ধোয়ারবন্দের হিন্দু মিলন মন্দিরে বিগত দিনে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ২০১৯-২০ অর্থ বছরে ৪ লক্ষ টাকা দেওয়া হয়েছিল মন্দিরে কমিউনিটি হলের নির্মাণের জন্য এবং ইতিমধ্যে আরও ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে আনটাইড ফান্ড থেকে মিলন মন্দিরের ছাত্রাবাস নির্মাণের জন্য।
তিনি আরও বলেন, ভবিষ্যতে কীভাবে আরও বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় এ নিয়ে তিনি প্রয়াস চালিয়ে যাবেন। এই গাড়ির সাহায্যে ভারত সেবাশ্রম সংঘের কর্মকর্তারা তাদের নিয়মিত সেবামূলক কাজ আরও সুন্দরভাবে চালাতে পারবেন। বক্তব্য রাখেন ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার প্রমুখ তথ্যাজ্ঞানানন্দজি মহারাজ। তিনি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে এই বৃহত্তর সাহায্যের জন্য ধন্যবাদ জানান। তাছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারত সেবাশ্রম সংঘের প্রচার শাখার প্রমুখ গুণসিন্ধু মহারাজ, কাছাড় জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য, হিন্দু মিলন মন্দির ধোয়ারবন্দ শখার সভাপতি হরিহর ভট্টাচার্য।