Barak UpdatesHappeningsBreaking News
ধোয়ারবন্দে ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের সভা
ওয়েটুবরাক, ৬ সেপ্টেম্বর : অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোর্ডিনেশন কমিটির আহ্বানে আজ শুক্রবার ধোয়ারবন্দ আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় এক সভা দক্ষিণটিলার হনুমান মন্দির কমিউনিটি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।আঞ্চলিক কমিটির সভাপতি মোহন লাল মালার সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির নেতা কমল চক্রবর্তী, হিল্লোল ভট্টাচার্য, চাম্পা লাল দাস, স্থানীয় বিশিষ্ট নাগরিক মাধব ঘোষ, রামকুমার বাগতি প্রমুখ। কমল চক্রবর্তী বলেন, সারা রাজ্যের মানুষ আজ স্মার্ট মিটারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। কোথাও কোথাও মানুষ স্বতস্ফূর্তভাবে ভাবে স্মার্ট মিটার খুলে ফেলে দিচ্ছেন। তিনি সকলের উদ্দেশে আহ্বান জানান, কোনও অবস্থাতেই যেন মানুষের টাকা লুন্ঠনের যন্ত্র প্রিপেইড স্মার্ট মিটার নিজেদের ঘরে না বসান। তিনি রাজ্য পর্যায়ে আগামী ১১ সেপ্টেম্বর গুয়াহাটির বিজুলী ভবন অভিযান ও জেলা পর্যায়ে আগামী ১৯ সেপ্টেম্বর শিলচরের নরসিংটোলা ময়দানে বিদ্যুৎ গ্রাহক সমাবেশ ও গণ মিছিলে যোগ দিতে আহ্বান জানান।
হিল্লোল ভট্টাচার্য বলেন, প্রিপেইড স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে সাধারণ মানুষকে ডিজিটাল পদ্ধতিতে লুট করার জন্য। বিশেষ করে, দেশের কর্পোরেটদের হাতে বিদ্যুৎ বিতরণ বিভাগকে তুলে দিতে এই স্মার্ট মিটার বসানো হচ্ছে। স্মার্ট মিটারের বিরোধিতা আজ দেশের বিভিন্ন বিদ্যুৎ বিভাগের কর্মচারী সংগঠনের পক্ষ থেকেও করা হচ্ছে। সর্বনাশা এই মিটার বাতিলের দাবিতে সোচ্চার না হলে ভবিষ্যতে সাধারণ মানুষ বিদ্যুৎ ব্যবহার থেকে বঞ্চিত হবেন।