NE UpdatesHappeningsBreaking News
ধেমাজিতে এসআইর গুলিতে অবসরপ্রাপ্ত এসপির মৃত্যু
ওয়েটুবরাক, ৮ জানুয়ারি: জমি নিয়ে বিবাদের জেরে অরুণাচল প্রদেশের অবরসরপ্রাপ্ত এসপিকে গুলি করে মারল অসমের ডিব্রুগড় থানায় কর্মরত সাব ইনস্পেক্টর। পুলিশ জানায়, অরুণাচলের অবসরপ্রাপ্ত এসপি অমূল্য বরুয়া ধেমাজিতে স্ত্রী-পুত্রের সঙ্গে থাকছিলেন। সম্প্রতি তিনি ভেঁহপাড়ায় জমি কিনেছিলেন। সেই জমির সীমানা নিয়েই বিবাদ চলছিল এসআই আলোক কোঁয়রের সঙ্গে। শনিবার সকালে জমি নিয়ে কথা বলতে আলোকের বাড়ি এসেছিলেন অমূল্যবাবু। কথা কাটাকাটির সময় আলোক নিজের সার্ভিস পিস্তল থেকে অমূল্য বরুয়াকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালান। গুলি লাগে তাঁর মাথায় ও পিঠে। আলোকের বাড়ির বারান্দাতেই মারা যান অমূল্য। পিস্তল-সহ থানায় আত্মসমর্পণ করেন আলোক। এসপি রঞ্জন ভুইঞা ঘটনাস্থল পরিদর্শন করেন। ডিব্রুগড় থেকে কী ভাবে সার্ভিস পিস্তল নিয়ে আলোক বাড়িতে ছুটিতে এসেছিলেন তারও তদন্ত হবে।