NE UpdatesHappeningsBreaking News
ধুবড়ি জেল থেকে ২৫ বাংলাদেশিকে মুক্তি
২ সেপ্টেম্বর : ধুবড়ি জেলা কারাগারে বন্দি থাকা ২৫ জন বাংলাদেশি অবশেষে বুধবার মুক্তি পেলেন। ভিসার শর্তাবলী লঙ্ঘনের দায়ে ৬ মে থেকে তারা বন্দি রয়েছেন। ধুবড়ি জেলার বিলাসপাড়া মহকুমা আদালত গত শনিবার তাদের মুক্তি সংক্রান্ত একটি আদেশ দেয়। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বাংলাদেশের একটি অনুরোধের পরই এই মামলায় অগ্রগতি হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ধুবড়ি আদালত শনিবার এই ২৫ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ তুলে নিয়েছে এবং এরপরই তাদের মুক্তির আদেশ দেওয়া হয়।
এই ২৫ জন বাংলাদেশের কুরিগ্রাম জেলা থেকে এ দেশে এসেছে। টুরিস্ট ভিসা নিয়েই তারা এ দেশে এসেছিল। কিন্তু তারা উজান আসামের বিভিন্ন জেলায় মাছ ব্যবসায়ী ও কৃষক হিসেবে কাজ করছিল। ৩ মে ধুবড়ি পুলিশ আন্তর্জাতিক সীমান্তের বাহালপুর থেকে মোট ২৬ বাংলাদেশিকে আটক করে। যোরহাট থেকে দুটি গাড়ি ভাড়া করে এরা বাড়ি ফিরছিল। পরে ধুবড়ি পুলিশ চাপার পুলিশ স্টেশনে এদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। তারা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চংগ্রবান্ধা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল। তবে এই ২৬ জনের মধ্যে বকুল মিয়া নামের (৫৭) এক ব্যক্তি ধুবড়ি জেলে থাকার সময় গত ১ জুলাই মারা গিয়েছেন। ধুবড়ি জেলা প্রশাসন তাঁর মৃতদেহ পরে বাংলাদেশে পাঠিয়েছিল।