NE UpdatesHappeningsBreaking News

ধুবড়ির কাঁটাতারের ওপারেও স্বাধীনতার ৭৫

ওয়েটুবরাক, ১৫ আগস্ট : বছরের ৩৬৪ দিন তাঁরা নিজেদের পরাধীন বলেই মনে করেন৷ কারণ ভারতীয় হলেও নিজ দেশের মূল ভূখণ্ডে প্রবেশের জন্য তাদের সীমান্ত রক্ষীদের দিকে তাকিয়ে থাকতে হয়৷ নির্ধারিত সময়ে রক্ষীরা গেট খুলে দিলেই এ পারে আসার সুযোগ মেলে ধুবড়ি জেলার কাঁটাতারের ও পারে বসবাসকারীদের৷ কিন্তু একটি দিন, স্বাধীনতা দিবসে ও পারে থেকেও তাঁরা জাতীয় পতাকা উত্তোলন করেন৷ নিজেদের মতো করে আয়োজন করেন সংক্ষিপ্ত অনুষ্ঠানের৷ স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে এ পারের মতো ওপারেও ঘরে ঘরে উড়ছে তেরঙা৷

Rananuj

রবিবার রাজ্য সরকারের সীমান্ত এলাকা উন্নয়ন দফতর ও সীমান্ত চেতনা মঞ্চ ভোগডাঙ্গায় স্বাধীনতার অমৃত মহোৎসবের আয়োজন করে৷ ভোগডাঙ্গা ছাড়াও পার্শ্ববর্তী পেশকারখুটি গ্রামের বাসিন্দারাও উৎসবে সামিল হন৷ প্রচণ্ড বৃষ্টির মধ্যেই বিভিন্ন বয়সের মানুষ অনুষ্ঠানস্থলে ছুটে যান, দেশাত্মবোধক অনুষ্ঠান উপভোগ করেন৷
অনুষ্ঠানে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলাশাসক অন্বামুথান এমপি, পুলিশ সুপার অভিজিৎ গৌরব, অতিরিক্ত পুলিশ সুপার রোজিরানি শর্মা প্রমুখ৷ জেলাশাসক বলেন, ও পারে বসবাসকারীদের সমস্যা সম্পর্কে প্রশাসন অবগত রয়েছে৷ সমস্যাগুলি সমাধানেরও চেষ্টা চলছে৷  অতিথিরা অনুষ্ঠান স্থল ভোগডাঙা এলপি স্কুলে বৃক্ষরোপণ করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker