Barak UpdatesHappeningsBreaking News
ধলাখাল স্কুল বোমাকাণ্ডের তদন্তে কেন্দ্রীয় সংস্থাকে চায় আসাম পুলিশ
২৮ অক্টোবরঃ ধলাখাল এলপি স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তের দায়িত্ব কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে অর্পণ করতে চায় আসাম পুলিশ। বুধবার আসাম-মিজোরাম সীমার ওই স্কুল সরেজমিনে পরিদর্শনে করেন পুলিশের অতিরিক্ত মহানির্দেশক জিপি সিং। সঙ্গে ছিলেন দক্ষিণ আসাম রেঞ্জের ডিআইজি দিলীপকুমার দে, কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি। পরিদর্শন শেষে এডিজিপি সিং জানান, শান্তিশৃঙ্খলা ভঙ্গ করতে দুষ্কৃতীরা এই কাজ করেছে। তিনি এ নিয়ে কলাশিবের এসপির সঙ্গেও কথা বলেছেন।
ADGP L&O, AP @gpsinghassam visted Assam Mizoram border at Cachar and took stock of situation. Says police contemplating to hand over the investigation, of bombing a bengali medium school, to central agency. pic.twitter.com/01VXC44W4c
— Kushal Deb Roy (@kushaldebroy) October 28, 2020
তিনি এ দিন লায়লাপুরে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গেও কথা বলেন। আইনশৃঙ্খলা অক্ষুন্ন রাখতে তিনি তাঁদের অনুরোধ জানান।
এদিকে, বুধবার কাছাড়ের লায়লাপুরের সঙ্গে অবরোধ শুরু হয়েছে হাইলাকান্দির ভাইছডা়তেও। কিল্লারবাক সমাজকল্যাণ সংস্থা সহ বেশ কিছু সংস্থা অনির্দিষ্টকালের এই অবরোধ করে চলেছে। তাদেরও দাবি, ত্রিপাক্ষিক বৈঠকের শর্ত মেনে আসামের জমি থেকে মিজোরামের জওয়ানদের ফিরিয়ে নিতে হবে। নইলে অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়ে দেন তাঁরা।