Barak UpdatesHappeningsBreaking News
ধলাইয়ে সোনার বিস্কুট সহ তিন মিজো নাগরিক আটক

ওয়ে টু বরাক, ৩০ মার্চ : ধলাই মিজোরাম সীমান্তে সোনার বিস্কুট সহ তিন মিজো নাগরিককে আটক করা হয়েছে। শনিবার গোপন তথ্যের ভিত্তিতে ধলাই পুলিশ মিজোরাম সীমান্তের রাজঘাট রাঙাউটি এলাকা থেকে ৯৪৯ গ্রাম ওজনের ছয়টি সোনার বিস্কুট উদ্ধার করেছে। ধৃত তিনজনের মধ্যে একজন মহিলাও রয়েছেন। এরা হলেন থাংমিঙ্গা (৪৩), রেমলালং হেকা (২৮) ও লালনুই পুই (৪০)। উদ্ধার হওয়া সোনার মূল্য আনুমানিক কোটি টাকা।
পুলিশের তথ্য অনুযায়ী, এই সোনার বিস্কুটগুলো মায়ানমার থেকে নিয়ে আসা হয়েছিল। রাজঘাট রাঙাউটি গ্রামে এক ব্যক্তিকে এই বিস্কুটগুলো বিক্রি করার ফন্দিতে ছিল এরা। গোপন সূত্রে খবর পেয়ে ধোলাই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে হাতেনাতে ধরে ফেলে। ঘটনার খবর পেয়ে দ্রুত ধলাই থানায় ছুটে যান কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন এবং ক্রাইম ব্রাঞ্চ এর অতিরিক্ত পুলিশ সুপার রজত পাল। আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।