Barak UpdatesHappeningsBreaking News
ধলাইর চূড়ান্ত ফলাফল, নীহাররঞ্জন জিতলেন ৯০৯৮ ভোটে
ওয়েটুবরাক, ২৩ নভেম্বরঃ কারও প্রত্যাশা পূরণ হয়নি ধলাই বিধানসভা আসনের উপনির্বাচনে। কংগ্রেস আশা করেছিল, হিন্দু ভোটের বিভাজনে শেষপর্যন্ত সামান্য ব্যবধানে হলেও জিতে যাবেন তাদের প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। শক্ত লড়াই করলেও সে আশা পূরণ হয়নি। বিজেপি নেতারা মনে করেছিলেন, উপনির্বাচন বলে মানুষ দু হাত উজাড় করে পদ্মফুলে বোতাম টিপবেন। বিক্ষুব্ধ অমিয়কান্তি দাসকে ময়দান থেকে সরাতে পারায় আর কোনও কাঁটা রইল না। নীহাররঞ্জন দাস বিধায়ক নির্বাচিত হলেও তাঁদের ব্যবধানে চমক সৃষ্টির আশা পূরণ হয়নি। মাত্র ৯০৯৮ ভোটে বিধানসভায় প্রবেশের ছাড়পত্র আদায়ে সক্ষম বলেন নীহাররঞ্জন।
পঞ্চদশ তথা শেষ রাউন্ডের গণনার পর নীহাররঞ্জন পেয়েছেন ৬৯৯৪৫ ভোট। ধ্রুবজ্যোতি পেলেন ৬০৮৪৭ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে এস ইউ সি আই-র গৌরচন্দ্র দাসের ঝুলিতে যায় ১৭৩৭ ভোট, অমলেন্দু দাস পান ৫০৬১, দিলীপ ধুবি ৬৪৯ ভোট। ধীরাজ দাস, পরিমল দাস ও রাজু দাস পান ক্রমে ৩৪৪, ৫১১ ও ৭১৭ ভোট।
১৫২৮ জন ভোটার নোটায় বোতাম টিপে জানিয়ে দিয়েছেন, প্রার্থীদের কেউ তাঁদের পছন্দের নন।