Barak UpdatesHappeningsCultureBreaking News
ধলাইয়ে হিন্দি দিবস উদযাপন
ওয়েটুবরাক, ২৪ সেপ্টেম্বর : ধলাই বিএনএমপি হায়ার সেকেন্ডালি স্কুলে রবিবার হিন্দি দিবস উদযাপন করা হয়েছে। আয়োজক ছিল ধলাই হিন্দি দিবস উদযাপন সমিতি৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাছাড় হিন্দিভাষী ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা সঞ্জীব রায়। প্রতি বছরের মতো এ বালও ছাত্র পরিষদ হিন্দি ভাষার প্রসারের জন্য ‘সঞ্জীব কৈরি স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয়েছে। এই বছর এই পুরস্কার লাভ করেন উধারবন্দের জগন্নাথ সিং মেমোরিয়াল কলেজের হিন্দি বিভাগের প্রধান ড. সন্তোষ কুমার চতুর্বেদী। মঞ্চটিও প্রয়াত সঞ্জীব কৈরির নামে উৎসর্গ করা হয়।
এ দিন এক কবি সম্মেলনও অনুষ্ঠিত হয়৷ তাতে যোগেশ দুবে, বন্দিতা ত্রিবেদী রায়, চন্দ্রকুমার গোয়ালা, সানি ভট্টাচার্য ও চিরঞ্জিৎ কৈরি অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক প্রতিভাবান শিশুরা অংশ নেয়।
প্রধান সংগঠক রাম কুমার কৈরি অনুষ্ঠানের ব্যাপক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত ছিলেন বিশ্বজিৎ দাস, মদন মোহন কৈরী প্রমুখও।