Barak UpdatesHappeningsBreaking News
ধলাইতে পঞ্চম রাউন্ডের পর বিজেপি এগিয়ে ১০৭০৫ ভোটে
ওয়েটুবরাক, ২৩ নভেম্বর: ধলাই বিধানসভা আসনের উপনির্বাচনে শুরু থেকেই বিজেপি প্রার্থী নীহাররঞ্জন দাস এগিয়ে চলেছেন। প্রথম রাউন্ডের পর কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থের সঙ্গে ২১৫৪ ভোটের ব্যবধান ছিল। দ্বিতীয় রাউন্ডে তা বেড়ে হয় ৪০৮১। তৃতীয় রাউন্ডের পর ব্যবধান হয় ৬৭৮৪। চতুর্থ রাউন্ডে ৮৪৯৭, পঞ্চম রাউন্ডের পর ১০৭০৭ ভোটে।
প্রথম রাউন্ডের গণনায় বিজেপির নীহাররঞ্জন দাস পান ৫৩১৯ ভোট। কংগ্রেস পায় ৩১৬৫ ভোট। দ্বিতীয় রাউন্ডের পর দুই প্রার্থীর ভোট ক্রমে ১০৮৭৬ ও ৬৭৯৫। অন্যান্য প্রার্থীদের মধ্যে এস ইউ সি আই-র গৌরচন্দ্র দাসের ঝুলিতে যায় ৪২৬ ভোট, অমলেন্দু দাস পান ২৩৫, দিলীপ ধুবি ১১১ ভোট। ধীরাজ দাস, পরিমল দাস ও রাজু দাস পান ক্রমে ৫৬, ৮৪ ও ৮৭ ভোট।
তৃতীয় রাউন্ডের পর বিজেপি প্রার্থী নীহাররঞ্জন পেয়েছেন ১৬৮৫৬ এবং কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পেয়েছেন ১০০৭২ ভোট।
পঞ্চম রাউন্ডের পর বিজেপি প্রার্থী নীহাররঞ্জন পেয়েছেন ২৭৪০৩ এবং কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পেয়েছেন ১৬৬৯৮ ভোট।