Barak UpdatesHappeningsBreaking News
ধর্মান্তরকরণ-আত্মহত্যা : শিলচরে এবিভিপির বিক্ষোভ, কুশপুতুল দাহ
ওয়েটুবরাক, ১৯ ফেব্রুয়ারি : খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে জোর করে ধর্মান্তরকরণের অভিযোগ আনল এবিভিপি-র শিলচর শাখা৷ তাদের বক্তব্য, লাবণ্যা নামে তামিলনাড়ুর এক দ্বাদশ শ্রেণির ছাত্রী ধর্মান্তরের জন্য মিশনারিদের শিকার হওয়ার পরে আত্মহত্যা করে। এর আগে ছাত্রীটি তার স্কুলের খ্রিষ্টান সন্ন্যাসিনী এবং স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে যায়। সে জানায়, ধর্মান্তরিত হতে অস্বীকার করায় মিশনারি স্কুল কর্তৃপক্ষ তাকে নির্যাতিত করেছে৷ তাই এবিভিপি লাবণ্যর আত্মহত্যার সঠিক তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে দেশ জুড়ে প্রতিবাদ করে চলেছে৷
কিন্তু চেন্নাইয়ে প্রতিবাদ সমাবেশ চলাকালীন তামিলনাডু পুলিশ এবিভিপি রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক নিধি ত্রিপাঠী সহ অন্যান্য কার্যকর্তারাদের গ্রেফতার করে৷ এবিভিপির শিলচর শাখা এই ঘটনারও তীব্র প্রতিবাদ জানায়৷ এ সবের বিরুদ্ধে আজ শনিবার তারা শিলচরে জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন । তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের কুশপুত্তলিকা দাহ করেন৷ বক্তব্য রাখেন নিতিশ তিওয়ারি, তুষার ঘোষ ও স্নেহাংশু ভট্টাচার্য ।
এবিভিপির শাখা সহ সম্পাদক রোহিত চন্দ, সমর বিজয় গোস্বামী ও সপ্তম দাস, কার্যালয় সম্পাদক বিশাল নাথ সহ অন্যান্য কর্মকর্তারা লাবণ্যা আত্মহত্যার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন৷