Barak UpdatesBreaking News
ধর্মাচরণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার বার্তা শিলচরের সর্বধর্মীয় সম্মেলনেReligious unity is the key to world peace, message sent from a religious congregation at Silchar
২৭ অক্টোবরঃ ধর্মকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা নয়। বরং সকলের সঙ্গে সদ্ভাব, সর্বত্র শান্তি প্রতিষ্ঠার জন্য ধর্মাচরণই বেশি প্রয়োজন। প্রকৃত ধার্মিকরা কখনও অপরের ধর্মের প্রতি বিষোদগার করেন না। তাঁরা অন্য ধর্মের মানুষকে শ্রদ্ধাই করেন। তাই শনিবার শিলচর ওরিয়েন্টাল স্কুলে আয়োজিত সর্বধর্মীয় সম্মেলনে ধর্মের কথাই বেশি করে চর্চা হয়। সম্মেলনের আয়োজন করেছিল বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা। পৌরোহিত্য করেন করিমগঞ্জের বিশিষ্ট সমাজকর্মী গীতা মুখার্জি। শুরুতে সংস্থার সাধারণ সম্পাদক এইচএম আমির হোসেন। শিক্ষক-আইনজীবী মকব্বির আলি বড়ভুইয়া বিভিন্ন ধর্মের মূল কথা যে এক, নানা উদাহরণ টেনে তা তুলে ধরেন। আরেক আইনজীবী সৌমিত্র নাথ বলেন, ধর্মনিরপেক্ষতার জন্যই প্রত্যেকের নিজেদের ধর্মের কথা বেশি করে জানা প্রয়োজন।
রঞ্জিত পুরকায়স্থের সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বক্তব্য রাখেন মৌলানা আব্দুল জলিল বড়ভুইয়া, অযাচক আশ্রমের নবেন্দু নাথ, বদরপুর বৌদ্ধিক সংস্থার সাংখ্য বংশবৃক্ষ, উধারবন্দ গির্জার পাস্টর চিন্ময় পুরকায়স্থ, এলডার প্রণব কুমার প্রমুখ। একই মঞ্চে সকল ধর্ম নিয়ে দিনভর চর্চা হয়। সবাইকে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে বক্তারা অনুরোধ করেন। তাঁরা বলেন, ধর্ম মোটেও মানুষকে অসহিষ্ণু করে না। ধর্মকে ঠিকঠাক না বোঝার জন্যই আজ অশান্তি, দাঙ্গা-হাঙ্গামার ঘটনা ঘটছে।
English text here